shono
Advertisement

Breaking News

ভোট দিতে পারবেন ‘দেশভক্ত’রাই, চিনের হাত শক্ত করে হংকংয়ে পাশ বিতর্কিত বিল

ভোটাধিকার প্রায় হারাতে বসেছেন অঞ্চলটির বাসিন্দারা।
Posted: 07:02 PM May 28, 2021Updated: 07:02 PM May 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ের উপর কর্তৃত্ব স্থাপন করতে মরিয়া চিন (China)। সেই দিশায় আরও একধাপ এগিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সেখানকার আইনসভায় পাশ হয়ে গেল বিতর্কিত সংশোধিত নির্বাচনী বিল। এর ফলে ভোটাধিকার প্রায় হারাতে বসেছেন অঞ্চলটির বাসিন্দারা। এই নয়া আইনের ফলে হংকংয়ের আইনসভায় ‘চিনপন্থী’রা সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন।

Advertisement

[আরও পড়ুন: বিমান ‘হাইজ্যাক’ কাণ্ডে একঘরে বেলারুশ, পুতিনের কাছে দরবার লুকাশেঙ্কোর]

আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, বিতর্কিত বিলটি পাশ হয়ে যাওয়ায় হংকংয়ের উপর চিনের রাশ আরও মজবুত হয়েছে। বৃহস্পতিবার ৪০-০২ ভোটে পাশ হওয়া সংশোধিত বিলটিতে আইনসভার আসনসংখ্যা বাড়িয়ে ৯০ করার কথা বলা রয়েছে। যার মধ্যে ৪০টি আসনের সদস্য বেছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বেজিং সমর্থিত নির্বাচন কমিটিকে। হংকংবাসীকে মাত্র ২০টি আসনে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এত দিন আসনসংখ্যা ছিল ৭০, যার মধ্যে হংকংবাসী ৩৫ জন সদস্যকে ভোট দিয়ে বেছে নিতে পারতেন। বাকি আসনগুলিতেও সদস্য নির্বাচন করবে নির্বাচন কমিটি। শুধু তাই নয়, প্রার্থীরা প্রকৃত ‘দেশভক্ত’ কি না, যাচাই করে, তবেই আইনসভায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। ফলে গণতন্ত্রকামীদের আইনসভায় প্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে গেল বলেই মত বিশ্লেষকদের।

এদিকে, এই বিতর্কিত বিলটির বিরোধিতায় সরব হয়েছে আমেরিকা। হংকংবাসীদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে বেজিং বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে চিন। বিতর্ক উপেক্ষা করেই ‘National security legislation for Hong Kong’ শীর্ষক বিলটিতে সই করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর ফলে স্বায়ত্বশাসিত প্রদেশটির উপর বেজিংয়ের রাশ আরও মজবুত হয়েছে। ওই আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন লক্ষ লক্ষ গণতন্ত্রকামী মানুষ। তারপরই চিনের উপর চাপ বাড়িয়ে হংকংয়ের (Hong Kong) ৩০ লক্ষ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটেন।

[আরও পড়ুন: মার্কিন গোয়েন্দা সংস্থার ‘কালো ইতিহাস’ নিয়ে আমেরিকাকে তোপ চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement