shono
Advertisement
Garchumuk

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গড়চুমুকে মৃত্যু হোটেল কর্মীর, হাইভোল্টেজ তারে ঘণ্টার পর ঘণ্টা ঝুলল দেহ!

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা।
Published By: Sayani SenPosted: 06:36 PM Aug 07, 2024Updated: 06:36 PM Aug 07, 2024

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বিদ্যুৎপৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু। হাওড়ার উলুবেড়িয়ায় গড়চুমুক পর্যটন কেন্দ্রে গেটের বাইরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ওই হোটেল কর্মী মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। পালটা লাঠিচার্জ করে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রের ঠিক গেটের মুখে হাইভোল্টেজ তারের পাশেই তৈরি হয়েছে দোতলা হোটেল। বুধবার সকালে হোটেলের রাঁধুনি ছাদে কাপড় শুকোতে দিচ্ছিলেন। সেই সময় পাশের বৈদ্যুতিক তারে হাত লেগে যায় তাঁর। বিদ্যুৎপৃষ্ঠ হন। দীর্ঘক্ষণ দেহ তারে ঝুলতে থাকে। হোটেল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন ঘটনা বলেই অভিযোগ স্থানীয়দের। উত্তেজিত হয়ে পড়েন তাঁরা।

[আরও পড়ুন: নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪]

খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করতে আসে পুলিশ। তখন উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়রা হোটেলে ভাঙচুরের চেষ্টা করে। পালটা লাঠিচার্জ করে পুলিশ। ব়্যাফও ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। ওই হোটেলটির কাগজপত্র বৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক হোটেলের কর্মচারীরা।

[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গড়চুমুকে মৃত্যু হোটেল কর্মীর।
  • হাইভোল্টেজ তারে ঘণ্টার পর ঘণ্টা ঝুলল দেহ!
  • পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা।
Advertisement