অর্ণব দাস, বারাকপুর: ভোট পরবর্তী হিংসা অব্যাহত বারাকপুরে। নৈহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বলাইবাগ এলাকার বিজেপি নেত্রী অনিন্দিতা সরকারের বাড়িতে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। হামলার খবর পেয়ে অনিন্দিতার বাড়িতে যান বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপি নেত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
বারাকপুর সংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা। তাঁর অভিযোগ, ভোটের ফল বেরনোর পর মঙ্গলবার রাতে ১০-১২ জনের দল এসে বাড়িতে ভাঙচুর চালায়। জানলার কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গ্রিলের গেটের তালা ভেঙেও নাকি হামলাকারীরা ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তাঁর আরও অভিযোগ, বাইক ও অটোতে এসে হামলাকারীরা ভাঙচুর চালায়। এমনকি অটোর ব্যাটারি ও সিটও তারা চুরি করে নিয়ে যায়।
[আরও পড়ুন: বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, মামলা ফিরল প্রধান বিচারপতির কাছে]
এর পর বুধবার বেলার দিকে ফের একবার বিজেপি নেত্রীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তীব্র ক্ষোভ প্রকাশ করে অনিন্দিতার অভিযোগ, তাঁর দেওর ও বৃদ্ধা শাশুড়িকেও মারধর করা হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে তিনি আক্রান্ত হন। হামলার শিকার হন তাঁর স্বামীও। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বেলার দলীয় নেত্রীর বাড়িতে যান বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অর্জুনের অভিযোগ, "গুন্ডারাজ খতমের আশ্বাস দিলেও, পার্থ ভৌমিক গুন্ডারাজ কায়েম রেখেছেন।" যদিও এই হামলার ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার সিআইসি সনৎ দে-র দাবি, প্রণয় ঘটিত কারণে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।