shono
Advertisement

ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা ভিতরে ঢুকে এসেছে চিনা সেনা? উপগ্রহ চিত্র ঘিরে বিতর্ক

এবিষয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। The post ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা ভিতরে ঢুকে এসেছে চিনা সেনা? উপগ্রহ চিত্র ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Jun 28, 2020Updated: 08:31 PM Jun 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ক্রমাগত রণহুংকার দিচ্ছে লালফৌজ। পালটা হুঁশিয়ার ভারতও। এমন পরিস্থিতি প্রতিদিন নতুন নতুন উপগ্রহ চিত্র সামনে আসছে। আর সেই ছবি ক্রমাগত আতঙ্ক বাড়াচ্ছে। রবিরার আরও নতুন ৩৩টি উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। আর তাতেই নাকি দেখা যাচ্ছে, চিনাবাহিনী গালওয়ান উপত্যকা বরাবর ভারতীয় ভূখণ্ডের ১৩৭ মিটার পর্যন্ত ঢুকে পড়েছে। এবং উপগ্রহ চিত্রে যে ছাউনি দেখা যাচ্ছে সেগুলি ওই এলাকারই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রেও এমন খবর মিলেছে। তবে এর সেনা বা কেন্দ্র সরকারের তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি।

Advertisement

২২ মে থেকে ২৬ জুন– ৩৩ দিনের উপগ্রহ চিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। দেখা গিয়েছে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান নদীর উপত্যকায় কালো ত্রিপল দিয়ে ছাউনী বানিয়েছে চিনা সেনারা। অথচ মে মাসের তৃতীয় সপ্তাহতেও যে এলাকা ছিল ফাঁকা। মাত্র একমাসে সেখানে অস্থায়ী সেনা ছাউনী বানিয়ে ফেলেছে পিএলএ। তবে শুধু এই এলাকায় নয়। চিনা সেনা ১৪ নম্বর পেট্রলিং পয়েন্ট এলাকাতেও ঘাঁটি গেড়েছে। এখানেই ভারতীয় সেনাবাহিনীকর সঙ্গে চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। তবে চিনা সেনাকে উচিৎ শিক্ষা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কেন্দ্র সরকার।

 

[আরও পড়ুন : বাড়ি বসে বেতন আর নয়, ৬০০’র বেশি সুপারভাইজারকে ছাঁটাই করল IRCTC]

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, চিনাবাহিনী গালওয়ান উপত্যকা বরাবর ভারতীয় ভূখণ্ডের ১৩৭ মিটার পর্যন্ত ঢুকে পড়েছে। অথচ গত এক দশক ধরে সেখানে টহল দেয় ভারতী জওয়ানরা। তাহলে কীভাবে এত নির্মাণ সম্ভব হল? উঠছে প্রশ্ন।

The post ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা ভিতরে ঢুকে এসেছে চিনা সেনা? উপগ্রহ চিত্র ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement