সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, কীভাবে একই মোবাইল থেকে দু’টি অ্যাকাউন্ট চালানো সম্ভব৷ কিন্তু জানেন কি, একই নম্বর ব্যবহার করে দু’টি ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালাবেন? না জেনে থাকলে প্রতিবেদনটি পড়ে ফেলুন৷ খুব সহজেই অন্য একটি মোবাইলেও নিজের নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে পারবেন৷ এমনকী হোয়াটসঅ্যাপ ওয়েবেরও প্রয়োজন হবে না৷
তবে প্রথমেই বলে রাখা ভাল, খুব বিশ্বস্ত বা কাছের মানুষ না হলে নিজের ফোনটি অন্য কারও হাতে চট করে তুলে দেবেন না৷ কারণ এই পদ্ধতির প্রয়োগে সেই ব্যক্তি অনায়াসেই আপনার হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও তথ্য দেখে নিতে পারবেন৷ তাই সাবধান থাকাই ভাল৷ পারলে অন্যকেও সতর্ক করে দিন৷
এবার জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে একই নম্বরে দু’টি ফোনকে জুড়ে দেওয়া যাবে৷ বর্তমানে এই ফিচারটি একমাত্র রয়েছে শাওমি কোম্পানির স্মার্টফোনে৷ দু’টি শাওমি স্মার্টফোনকে পাশাপাশি রাখুন৷ এবার ফোনের সেটিংস অপশনে গিয়ে Mi Mover অন করুন৷ অপশনটি আসলে এক মোবাইল থেকে অন্যটিতে ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়৷ তাহলেই ফোন দু’টি একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে৷ এবার অন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ করলে দেখতে পাবেন দু’টি নম্বরে একই সময় একই মেসেজ ঢুকছে৷
গুগল প্লে-স্টোরে Mi Mover অ্যাপটি পাওয়া যাচ্ছে৷ কিন্তু অন্য কোনও কোম্পানির স্মার্টফোনে এটি ডাউনলোড করা যাচ্ছে না৷ তবে কি এই নয়া অ্যাপ ইউজারদের ক্ষতি করতে চলেছে? নিজেরাই বিচার করুন!
https://www.youtube.com/watch?v=gkGIoCqPF7k&feature=youtu.be
The post জানেন, কীভাবে একই হোয়াটসঅ্যাপ নম্বর দু’টি ফোনে ব্যবহার করবেন? appeared first on Sangbad Pratidin.