অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হাওড়ার লিলুয়ার এক নেলপলিশ কারখানা৷ মধ্যরাত থেকে দমকলের বারোটি ইঞ্জিনের চেষ্টায় রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কারখানার পাশে তুলোর গোডাউন ও বেশ কয়েকটি বাড়িও৷ অগ্নিকাণ্ডে গৃহহীনদের স্থানীয় একটি স্কুলে বসবাসের বন্দোবস্ত করা হয়েছে৷
[শাসকদলের হাতে মার খেলে হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে, বিস্ফোরক জয়]
শনিবার গভীর রাতে হাওড়ার লিলুয়ার নেলপলিশ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি৷ আগুন ছড়িয়ে পড়ে পাশের তুলোর গুদামেও৷ ওই নেলপলিশ কারখানার আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়৷ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বারোটি ইঞ্জিন৷ এলাকায় জলের সমস্যা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে৷ গভীর রাতে দমকল ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় নেলপলিশ কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকলের প্রাথমিক অনুমান, ওই কারখানায় মজুত করে রাখা দাহ্য বস্তু থেকেই আগুন লেগেছে৷ কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ যথোপযুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা৷ নেলপলিশ কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকেই মালিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷
[প্রধান নির্বাচনের আগেই তপ্ত ময়ূরেশ্বর, বিদায়ী পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর]
অগ্নিকাণ্ডের জেরে কারখানা সংলগ্ন বেশ কয়েকটি বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ কেউ জখম হননি৷ তবে গৃহহীন হয়ে গিয়েছেন বহু মানুষ৷ ঘটনার পর থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় একটি স্কুলেই আপাতত গৃহহারাদের অস্থায়ী বসবাসের বন্দোবস্ত করা হয়েছে৷ এলাকার কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন৷ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও পানীয় জলেরও বন্দোবস্ত করেন তিনি৷ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে হাওড়া পুরসভা কর্তৃপক্ষ৷
The post বিধ্বংসী আগুনে ভস্মীভূত নেলপলিশ কারখানা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িও appeared first on Sangbad Pratidin.