সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে বিপত্তি। তবে তা সত্ত্বেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের ঘটনায় প্রায় ঘণ্টাপাঁচেক দাঁড়িয়ে থাকে ট্রেন। তার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।
শনিবার নির্দিষ্ট সময়মতো হাওড়া স্টেশন থেকে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে। রাত ১.০৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের কাছে পৌঁছয়। সেই সময় ট্রেনের ভিতরে থাকা বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন। সেই সময় চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে যায় ইঞ্জিন ও দুটো বগি। বেশ কিছুদূর এগিয়ে যায় ইঞ্জিন-সহ বগি দুটি। পিছনে পড়েছিল বাকি ট্রেন। ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি।
[আরও পড়ুন: চলতি সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আর কী বলছে হাওয়া অফিস]
তা নজরে আসে ট্রেনের নিরাপত্তারক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকদের। তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেল আধিকারিররা। তবে কাপলিং খুলে যাওয়া ওই দুটি বগিকে মেরামত করা সম্ভব হয়নি। তাই খড়গপুর থেকে নতুন বগি আনা হয়। রেল সূত্রে খবর, প্রায় তিনঘণ্টা পর ট্রেনটি ফের পুরীর উদ্দেশে রওনা হয়। তবে যাত্রীদের দাবি, প্রায় ঘণ্টাপাঁচেক সময় লেগে যায়। স্বাভাবিকভাবে সমস্যায় পড়েন যাত্রীরা।