shono
Advertisement

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় জেএনইউ, পাঁচে যাদবপুর

জানেন প্রথম দশে কারা ঠাঁই পেল? The post দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় জেএনইউ, পাঁচে যাদবপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Apr 03, 2017Updated: 02:14 PM Apr 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস পড়তে না পড়তেই শুরু হিসেব-নিকেষ৷ হিসেব শুধু আয় কিংবা ব্যায়ের নিরিখেই নয় শিক্ষার নিরিখেও৷ এই হিসেবেই দেশের সেরা ১০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাছল কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক৷

Advertisement

কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু

যার মধ্যে দেশের প্রথম দশটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তালিকায় ঠাঁই পেয়েছে-

  • আইআইএসসি, বেঙ্গালুরু
  • আইআইটি, মাদ্রাজ
  • আইআইটি, বম্বে
  • আইআইটি, খড়গপুর
  • আইআইটি, দিল্লি
  • জেএনইউ, দিল্লি
  • আইআইটি, কানপুর
  • আইআইটি, গুয়াহাটি
  • আইআইটি, রুরকি
  • আইআইটি, বারাণসী

‘আদিত্যনাথের জন্যই এখনও পাকিস্তান হয়ে যায়নি উত্তরপ্রদেশ’

প্রথম দশটি বিশ্ববিদ্যালয় হল –

  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
  • জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী
  • জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ, বেঙ্গালুরু
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
  • আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই
  • হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, তেলেঙ্গানা
  • দিল্লি বিশ্ববিদ্যালয়
  • অমৃতা বিশ্ব বিদ্যাপিঠম, কোয়েম্বাটুর, তামিলনাড়ু
  • সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র

আইএস কবল থেকে উদ্ধার ৩৩ ভারতীয়

প্রথম দশটি কলেজ –

  • মিরান্ডা হাউস, দিল্লি
  • লোয়োলা কলেজ, মাদ্রাজ
  • শ্রীরাম কলেজ অফ কমার্স, নিউ দিল্লি
  • বিশপ হেবার কলেজ, তিরুচিরাপল্লি
  • আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নিউ দিল্লি
  • সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
  • শেডি শ্রীরাম কলেজ ফর ওম্যান, নিউ দিল্লি
  • দয়াল সিং কলেজ, নিউ দিল্লি
  • দীনদয়াল উপাধ্যায় কলেজ, নিউ দিল্লি
  • ওম্যান ক্রিশ্চিয়ান কলেজ, মাদ্রাজ

নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?

প্রতিবছরই এই ব়্যাঙ্কিং হয়ে থাকে৷ তবে এবারে এর পরিসর বেড়েছে৷ ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের এ মানদণ্ডে শামিল হয়েছে নতুন ৮০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট৷ তবে বিতর্ক দানা বেঁধেছে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ দ্বিতীয় নম্বরে স্থান পাওয়ায়৷ গত কয়েকদিনে নানা বিতর্কে জেরবার হয়েছে দিল্লির বিশ্ববিদ্যালয়টি৷ বারবার উঠেছে সংবাদের শিরোনামে৷ এরপরও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জেএনইউ’র দ্বিতীয় স্থানে উঠে এল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ তবে, এর মধ্যে অবশ্যই বাংলার নজর কেড়েছে আইআইটি খড়গপুর, সেন্ট জেভিয়ার্স কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷

The post দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় জেএনইউ, পাঁচে যাদবপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement