shono
Advertisement

ফের ঢাকা বিমানবন্দরে মিলল বড়সড় বোমা, মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র বলে অনুমান

গত বুধবারও প্রায় ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার হয়েছিল এখান থেকেই।
Posted: 04:03 PM Dec 14, 2020Updated: 04:05 PM Dec 14, 2020

সুকুমার সরকার, ঢাকা: ফের বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হল বড়সড় বোমা। এখানকার নির্মীয়মাণ তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার হওয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সোমবার সকালে বোমাটি উদ্ধার করা হয়। তবে তাতে ক্ষয়ক্ষতি হয়নি কিছু। বম্ব ডিসপোজাল ইউনিট বোমা (Bomb) নিষ্ক্রিয় করেছে।

Advertisement

সোমবার বিমানবন্দর পরিচালক মহম্মদ মোকাব্বির হোসেন জানান, শাহজালাল বিমানবন্দরে নির্মীয়মাণ তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমাটি পাওয়া যায়। এর আগে গত বুধবার এই একই বিমানবন্দরের একই জায়গায় এমনিই এক বড়সড় বোমা মিলেছিল। ফলে আতঙ্ক খানিকটা ছড়িয়ে পড়ে। তবে বোমাটি নিষ্ক্রিয় করে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ বিমানবাহিনীর মুক্তাগাছা ঘাটিতে পাঠিয়ে দিয়েছে বিমান বাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট।

[আরও পড়ুন: করোনার কোপে ‘অমর একুশে’, আগামী বছর ভাষা দিবসের সব অনুষ্ঠান বাতিলের পথে ঢাকা]

ঢাকার (Dhaka) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকদের চোখে পড়ে সিলিন্ডারের মতো দেখতে বোমাটি। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। আমরা ধারণা করছি, ১৯৭১ সালের যুদ্ধের সময় ছোঁড়া কোনও বোমা হবে এটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।” তাতেই ইঙ্গিত স্পষ্ট, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আকাশপথে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তারই একটা নমুনা এখানে এভাবে উদ্ধার হচ্ছে। তবে বোমাটি পরীক্ষা করে দেখার পরই এ বিষয়ে স্থির সিদ্ধান্তে আসা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: মহা ধুমধামে নাবালিকা বিয়ের আসর, ঘটনাস্থলে হাজির হয়ে বন্ধ করল বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement