ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর দফায় দফায় কড়া বার্তায় কাজ। অবশেষে ভুল স্বীকার করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, "ভুল করেছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সে বিষয়ে কোনও বক্তব্যই নেই, কোনওদিন ছিল না। এখন বিধায়কদের সমস্যা জানানো জন্য একাধিক পথ জানিয়েছেন তিনি। ফলে আর সমস্যার কিছু নেই।"
বেফাঁস মন্তব্য করে বার বার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। সম্প্রতি শোকজের মুখে পড়েন তিনি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দেন হুমায়ুনকে। বলেন, "তোমাকে এত কথা বলতে কে বলেছে?" তার পর শোকজের জবাব দিলেও বুঝিয়ে দিয়েছিলেন তিনি নিজের অবস্থানে অনড়। পরবর্তীতে সোমবার পরিষদীয় দলের বৈঠকে আবারও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার পরই সুর বদল হুমায়ুনের। নিজের ভুল স্বীকার করলেন তিনি।
হুমায়ুনের কথায়, "আমি কেন, কেউ কোনওদিন মুখ্যমন্ত্রীর কাজ, ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেনি। আমিও তুলিনি। বাকি যা ভুল বোঝাবুঝি হয়েছিল তা মেটানোর ব্যবস্থা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এছাড়া সপ্তাহে একটা দিন বিধায়করা যাবতীয় অভিযোগ জানাতে পারবেন।" শোকজের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক থেকে মমতা বিধায়কদের উদ্দেশে বলেন, "শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করা হবে।” তাঁর আরও নির্দেশ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। সব কর্মসূচি দল এই গ্রুপে জানিয়ে দেবে। তাঁর কথায়, "বিধায়কদের কারও কিছু বলার থাকলে ওখানে বলে দেবে। আমি জানতে পেরে যাব। আমার কিছু বলার থাকলে ওখানেই বলে দেওয়া হবে। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাছে যান। কাজ করুন।”