shono
Advertisement

নিখরচে জোম্যাটোর কর্মীর বাইকে চড়ে বাড়ি ফিরলেন যুবক, কীভাবে জানেন?

সোশ্যাল মিডিয়ায় জোম্যাটোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ The post নিখরচে জোম্যাটোর কর্মীর বাইকে চড়ে বাড়ি ফিরলেন যুবক, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Aug 17, 2019Updated: 04:40 PM Aug 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে রাস্তায় বেরিয়েছেন৷ বাড়ি ফেরার জন্য কিছুই পাচ্ছেন না৷ অনলাইন ক্যাব বুক করতে গিয়ে টাকার অঙ্ক দেখেই আপনার চক্ষু চড়কগাছ৷ কিন্তু জানেন কি ওলা কিংবা উবের নয়, জোম্যাটোর মাধ্যমেও অনায়াসেই বাড়ি পৌঁছনো সম্ভব৷ ভাবছেন তো কীভাবে? হায়দরাবাদের বাসিন্দা ওবেশ কোমিরিসেট্টি দেখালেন সেই পথ৷ মন জয় করলেন নেটিজেনদের৷

Advertisement

[আরও পড়ুন: জানতেন, এদেশেই রয়েছে গান্ধীজির মন্দির? প্রসাদেও রয়েছে চমক]

সপ্তাহখানেক আগের ঘটনা৷ হায়দরাবাদের বাসিন্দা ওবেশ কোমিরিসেট্টি কেনাকাটি করতে একটি শপিং মলে গিয়েছিলেন৷ শপিং করতে গিয়ে কি আর সময়ের কথা মাথায় থাকে? ওবেশও তার ব্যতিক্রম নন৷ তিনিও ভুলে গিয়েছিলেন ঘড়ির দিকে তাকাতে৷ শপিং মল থেকে বেরিয়ে বুঝতে পারেন রাত হয়েছে বিস্তর৷ একটিও বাস পাচ্ছিলেন না৷ রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অ্যাপ ক্যাবের ভাড়াও৷ এদিকে পেটে তখন ছুঁচোয় ডন দিচ্ছে৷ বিপদে পড়ে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় ওবেশের৷ তিনি জোম্যাটোতে ফোন করে শপিং মলে আশেপাশের একটি রেস্তরাঁ থেকে খাবার অর্ডার দেন। তারপরেই ডেলিভারি বয়কে ফোন লাগান ওবেশ৷ তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন ওই যুবক। অনুরোধ রাখেন ওই ডেলিভারি বয়। জোম্যাটোর ডেলিভারি বয়ও তাঁর অনুরোধ শোনেন৷ খাবার সমেতই ওবেশকে বাড়ি পৌঁছে দেন তিনি।

জোম্যাটোর ডেলিভারি বয়ের সঙ্গে এভাবে বাড়ি ফিরে বেশ খুশি ওবেশ৷ এই ঘটনা ফেসবুকে শেয়ার করেন ওই যুবক৷ তিনি বলেন, “রাত ১১টা ৫০ নাগাদ আমি ইনরবিট মল থেকে বেরোই। কিন্তু তখন কোনও বাস পাচ্ছিলাম না। অটোও পাইনি৷ উবেরের ভাড়াও খুব বেশি৷ আমি আমার বাড়ির ঠিকানায় জোম্যাটো থেকে খাবার অর্ডার দিই। ডেলিভারি বয়কে ফোন করে বলি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে। ডেলিভারি বয় রাজিও হয়ে যায়। বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ৷’’

[আরও পড়ুন: রাখি পূর্ণিমাতেই জেগে ওঠে নদীচর, একদিনের জন্য নতুন জায়গায় উৎসবে মাতেন মানুষ]

ওবেশের ফেসবুক পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের৷ লাইক, শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ ওই যুবকের কীর্তি মন ছুঁয়েছে খাদ্য সরবরাহকারী সংস্থা জোম্যাটোরও৷ ওবেশের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে তারা৷

The post নিখরচে জোম্যাটোর কর্মীর বাইকে চড়ে বাড়ি ফিরলেন যুবক, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার