সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) চেন্নাই (CSK) বনাম হায়দরাবাদ (SRH) মুখোমুখি হওয়ার আগে আচমকাই সমস্যা তৈরি হয় ম্যাচ আয়োজন নিয়ে। বিল বকেয়া থাকায় তেলেঙ্গানার বিদ্যুৎ সংস্থা রাজীব গান্ধী স্টেডিয়ামের (Rajiv Gandhi International Stadium) বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়।
রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। সাত বছর ধরে সেই বিল শোধ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে নোটিস দিলেও তারা মাথা ঘামায়নি। ফলে ৪ এপ্রিল তেলেঙ্গানার বিদ্যুৎ সংস্থা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যে কারণে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে কীভাবে প্যাট কামিন্সরা ধোনিদের মুখোমুখি হবেন, সেই নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।
[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]
অবশেষে সেই বিপদ কেটে গেল। শুক্রবার মাঠে বল গড়ানোর আগেই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিল বিদ্যুৎ কোম্পানি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় আদালত থেকে হায়দরাবাদের ক্রিকেট সংস্থাকে অর্ধেক বকেয়া অর্থ ফিরিয়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ কোম্পানিকে স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে বলে আদালত। ফলে দুদলের ম্যাচ নিয়ে আর কোনও সংশয় রইল না।