shono
Advertisement

বিশ্বের ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ আমাজন কর্তার, শুভেচ্ছা জানালেন ট্রাম্প!

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? জানলে অবাক হবেন৷ The post বিশ্বের ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ আমাজন কর্তার, শুভেচ্ছা জানালেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Jan 11, 2019Updated: 09:26 PM Jan 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে ২৫ বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে চলেছেন আমাজনের মালিক জেফ বেজোস৷ সূত্রের খবর, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ হতে চলেছে৷ খোরপোশ বাবদ আমাজন মালিকের খরচ হচ্ছে প্রায় ৪.২ লক্ষ কোটি টাকা৷ এমন আবেগঘন সময়, জেফ বেজোসকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বলেন, “আশা করি, এবার তুমি ভাল থাকবে৷” 

Advertisement

[নিশানায় মার্কিন রণতরী, ঘাতক ‘ডিএফ-২৬’ মোতায়েন করল চিন]

১৯৯৪-এ আমাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ। মাইক্রোসফট এবং অ্যাপলকে পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানি হিসেবে উঠে আসে এই অনলাইন রিটেল সংস্থাটি৷ সর্বক্ষেত্রেই স্বামীর পাশে ছিলেন স্ত্রী ম্যাকেঞ্জি৷ এবার ২৫ বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে চলেছেন তাঁরা৷ টুইট করে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন দম্পতি। তাঁরা লেখেন, ‘‘বহুদিনের ভালবাসা এবং মানসিক টানাপোড়েনের পর, এবার আমরা সরকারি ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। পরস্পরকে এতদিন পেয়ে আমরা খুবই ভাগ্যবান৷ আমরা একে অন্যের কাছে কৃতজ্ঞ। আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের ছিল। আমাদের ভবিষ্যতও খুব উজ্জ্বল হবে। আশা করি, সম্পর্কের সংজ্ঞা বদলালেও আমরা সবসময় বন্ধু হয়েই থাকব।’’

[উদ্বেগে ভারত, চিনের দয়ায় পাকিস্তানের হাতে ব্রহ্মস-এর প্রতিপক্ষ  ]

২০১৭-তে জেফ বেজোস বিশ্বের ধনীতম ব্যক্তি ছিলেন। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলারেরও বেশি। বিবাহ বিচ্ছেদে স্ত্রী ম্যাকেঞ্জিকে প্রায় অর্ধেক ধনরাশি দিয়ে দিচ্ছেন জেফ বেজোস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিচ্ছেদের ফলে পৃথিবীর ধনীতম মহিলা হতে যেতে পারেন ম্যাকেঞ্জি৷ ধনকুবেরের তকমা হারাতে পারেন জেফ বেজোস।

The post বিশ্বের ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ আমাজন কর্তার, শুভেচ্ছা জানালেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement