সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাত্মক ভূমিকম্প (Earthquake)।। তবে এমন বিপর্যয়ের মধ্যেও ঐতিহাসিক জয়। হ্যাঁ এভাবেই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে আফগানিস্তানের (Afghanistan) ৬৯ রানের জয়কে ব্যাখ্যা করা যায়। ব্যাটিং-বোলিং সব বিভাগেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)-রশিদ খান (Rashid Khan)-মুজিব উর রহমানরা (Mujeeb Ur Rahman)। দেশের এমন জয় দেখে স্বভাবতই দেদার সেলিব্রেশন করলেন আফগান সুন্দরী ওয়াজমা আইয়ুবি (Wazhma Ayoubi)। জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁর নাচের মুহূর্ত এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
আফগানিস্তানের মিস্ট্রি গার্ল একটি ভিডিও পোস্ট করেছেন৷ নিজের সোশাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন ‘আফগানিস্তান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়েছে। আফগানিস্তানের সবাইকে অভিনন্দন। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের প্রথম বিশ্বকাপ (ICC World Cup 2023 AFG vs ENG) জয় পেলাম। শুভকামনা #AfghanAtalan @ACBofficials. এবং আজ আফগানিস্তানের সমস্ত ভারতীয় ভাই ও বোনদেরকে অনেক ধন্যবাদ।’
[আরও পড়ুন: ‘চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে রোহিতদের’, পাক বধের পর অকপটে জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়]
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচটা যে এমন একপেশে হবে সেটা অতি বড় আফগান সমর্থকও ভাবতে পারেননি। কিন্তু নিয়তির লেখা কে বদলাতে পারে! ব্যাটিং-বোলিং সব বিভাগেই ১১ জন আফগানের কাছে একেবারে উড়ে গেলেন জস বাটলার-জো রুটরা।
প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৮০ ও ইক্রাম আলিখিলের ৫৮ রানের উপর ভর করে আফগানিস্তান ২৮৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুজিব ও রশিদের স্পিন দাপটের কাছে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৬৯ রানে জিতে ইতিহাস গড়ল আফগানরা। আর এমন জয়ের পর নাচের তালে সেলিব্রেশন করলেন ওয়াজমা আইয়ুবি।