সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই রবি শাস্ত্রী (Ravi Shastri) দাবি করেছিলেন যে, বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভাল পারফরম্যান্স করার জন্য অন্তত তিনজন বাঁহাতি ব্যাটার দরকার। তবে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচের দাবিকে একেবারে উড়িয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতের প্রাক্তন ওপেনারের দাবি, শুধু একগাদা বাঁহাতি ব্যাটার নিয়ে বিশ্বকাপ খেলতে নামলে সাফল্য পাওয়া যাবে না। সাফল্য পেতে গেলে যোগ্য ব্যাটার দরকার। সে ডানহাতি কিংবা বাঁহাতি ব্যাটার হলেও আমার অসুবিধা নেই।
গম্ভীর বলেন, “এই যেমন তিলক বর্মাকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে, আশাকরি ওকে ম্যাচের সুযোগ দেওয়া হবে। এবার তিলক যদি পারফর্ম করে দেয় তাহলে তো ওকে বাদ দেওয়া যাবে না। কারণ ফর্ম ও ফিটনেসই দলে জায়গা করে নেওয়ার শেষ মাপকাঠি। আর তাই ডানহাতি কিংবা বাঁহাতি নিয়ে আলোচনা একেবারে অহেতুক।”
[আরও পড়ুন: চোট পাওয়া কেএল রাহুল-শ্রেয়সকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ সুনীল গাভাসকর]
এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। এরমধ্যে আবার দলে সুযোগ পেলেও কেএল রাহুলের হালকা চোট রয়েছে। তাই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন না। গম্ভীর মনে করেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে নিজের জায়গা ধরে রাখতে হলে পারফর্ম করতে হবে।
তিনি ফের বলেন, “যদি ব্যাটার ভাল হয় তাহলে সে সব জায়গায় রান করবে। এখানে ডানহাতি-বাঁহাতি ব্যাটার উল্লেখযোগ্য নয়। যদি তিলক কিংবা সূর্য ফর্মে থাকে তাহলে তাদের দলে খেলানো উচিত। যদি শ্রেয়স কিংবা রাহুল ফর্মে থাকে তাহলে তাদের খেলানো উচিত।”