shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার পরে আফগানিস্তান, ঘরে ফেরার আগে নিজের অস্বস্তির কথা শোনালেন বিরাট

অস্বস্তি নিয়ে মুখ খুলেছেন কোহলি। রইল সেই ভিডিও।
Posted: 11:50 AM Oct 10, 2023Updated: 11:50 AM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে ফেরার গান। সেই গান কি শুনছেন বিরাট কোহলি (Virat Kohli)? চেন্নাইয়ের পর ভারতের পরের ম্যাচ দিল্লিতে। প্রতিপক্ষ আফগানিস্তান। ঘরের মাঠে নামবেন কোহলি। ঘরের ছেলেকে দেখার অপেক্ষায় দিল্লি। 

Advertisement

চেন্নাই ছিল রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ। রবিবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ঘরের ছেলে অশ্বিন চেন্নাই সম্পর্কে তাঁর অনুভূতির কথা জানান। চেন্নাইতেই বেড়ে ওঠা অশ্বিনের। এই শহর থেকেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। প্রিয় শহর সম্পর্কে আবেগ ঢেলে দেন ভারতের তারকা অফস্পিনার। 

[আরও পড়ুন: ICC World Cup 2023: ১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন স্যান্টনার]

তেমনই দিল্লি বিরাট কোহলির ঘরের মাঠ। সব শুরু হয়েছিল এই শহর থেকেই। বিরাট কোহলি স্মৃতিআচ্ছন্ন হয়ে পড়ছেন লোকেশ রাহুলের সঙ্গে কথা বলার সময়ে। অস্ট্রেলিয়াকে হারানোর পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে লোকেশ রাহুল ও বিরাট কোহলির একটা সাক্ষাৎকার পোস্ট করেছে। সেই ভিডিওয় লোকেশ রাহুল বিরাট কোহলিকে দিল্লি সম্পর্কে জিজ্ঞাসা করছেন। কোহলি জানাচ্ছেন, ”ছেলেবেলার অনেক স্মৃতি জমে আছে। সেই স্মৃতি আজও সতেজ, টাটকা।” ফিরোজ শাহ কোটলার নাম এখন বদলে গিয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে বিরাট কোহলির নামে প্যাভিলিয়ন। লাজুক কোহলি হাসতে হাসতে বলছেন, ”নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলতে অস্বস্তি বোধ হয়। বেশি কিছু এনিয়ে বলতে চাই না। তবে যা আগে ছিল, এখনও সেগুলোই রয়ে গিয়েছে।”

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে কোহলি যখন ব্যাট হাতে নামবেন, তখন অনেক পুরনো স্মৃতি তাঁকে হয়তো তাড়া করবে। কারণ এই শহরই তো জানে তাঁর প্রথম সব কিছু।  

[আরও পড়ুন:বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়লেন পাক সঞ্চালিকা! নেপথ্যের কারণ ঘিরে জল্পনা]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement