shono
Advertisement
ICC

টেস্ট ক্রিকেটকে 'বাঁচাতে' ১২৫ কোটির তহবিল তৈরি আইসিসির! সমর্থন জয় শাহের

তবে এই তহবিলের সুবিধা পাবে না ভারত।
Published By: Arpan DasPosted: 08:13 PM Aug 23, 2024Updated: 09:33 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দাপট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমায় টেস্টের আধিপত্য কি ক্রমশ পড়তির দিকে? যা নিয়ে ক্রিকেট সমর্থকদের একটা অংশও চিন্তিত। কপালে ভাঁজ পড়েছে আইসিসির। অবশেষে সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করতে বড় পরিকল্পনা নিয়ে এল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে সেই 'সুবিধা' থেকে বাদ পড়েছে ভারত।

Advertisement

কী সেই পরিকল্পনা? অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের মতে আইসিসি টেস্টে ক্রিকেটের গরিমা ফেরানোর জন্য বিরাট অঙ্কের অর্থব্যয় করতে চলেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২৫ কোটি টাকা। জানা যাচ্ছে, এই প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেটাকে সমর্থন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে এই তহবিলের কোনও সুবিধা পাবে না ক্রিকেট বিশ্বের 'বিগ থ্রি', অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

[আরও পড়ুন: ‘যেন পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত শেন ওয়ার্নের স্মৃতিতে আজও কাতর কুলদীপ]

এই বিশেষ তহবিল ব্যবহার করা হবে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর জন্য। সেই সঙ্গে বিদেশে ট্যুরের খরচ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটারদের ন্যূনতম ম্যাচ ফি ৮ লক্ষ টাকা। এই তহবিল বরাদ্দ হলে সেটা বাড়বে। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেহেতু ক্রিকেটারদের জন্য বেশি অর্থব্যয় করে তাই এই তালিকা থেকে বাদ পড়েছে।

[আরও পড়ুন: বিশালের হাতে টাইব্রেকারে জয়, রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান]

এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বাইর্ড জানিয়েছেন, "টেস্ট ম্যাচের তহবিল বাড়ানোর এই পরিকল্পনা নিঃসন্দেহে দারুণ হবে। টেস্ট ক্রিকেটের সামনে যে সব বাধা রয়েছে সেগুলো সরাতে হবে। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটকে সবার উপরে তুলে ধরতে সাহস জোগাবে। সাদা বলের ক্রিকেটের নতুনত্বের পাল্লা দেওয়ার সঙ্গে টেস্টের ইতিহাস ও ঐতিহ্য আমাদের বজায় রাখতে হবে।" তবে এই তহবিল বাড়ানোর জন্য সম্প্রচারকারী চ্যানেলের উপরও নির্ভর করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দাপট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমায় টেস্টের আধিপত্য ক্রমশ পড়তির দিকে।
  • যা নিয়ে ক্রিকেট সমর্থকদের একটা অংশও চিন্তিত। কপালে ভাঁজ পড়েছে আইসিসির।
  • অবশেষে সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করতে বড় পরিকল্পনা নিয়ে এল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
Advertisement