shono
Advertisement

বর্ডার-গাভাসকর সিরিজে দুর্দান্ত বোলিংয়ের ‘পুরস্কার’, টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি অশ্বিন-জাদেজার

ব্যাটারদের তালিকায় এখনও প্রথম দশে ঋষভ পন্থ।
Posted: 04:54 PM Feb 22, 2023Updated: 05:47 PM Feb 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দলকে জেতানোর নেপথ্য কাণ্ডারি যেমন হয়ে উঠেছিলেন, তেমনই ব্যক্তিগত রেকর্ডও ঝুলিতে ভরেন। আর সেই দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তাঁরা। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন দুই তারকা স্পিনার।

Advertisement

বুধবার প্রকাশিত আইসিসি টেস্টের বোলারদের ক্রমতালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন অশ্বিন। নাগপুর টেস্টে আট উইকেট এবং দিল্লিতে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। আর সেই সৌজন্যেই দু’নম্বর স্থানটি দখল করলেন। স্বাভাবিক ভাবেই ইন্দোর টেস্টের আগে এই খবর অতিরিক্ত উৎসাহ দেবে ভারতীয় স্পিনারকে। অন্যদিকে, সাত ধাপ উঠে র‍্যাঙ্কিং তালিকার প্রথম দশে ঢুকে পড়লেন জাদেজা। বর্তমানে ন’নম্বরে তিনি। দিল্লি টেস্টে বিপক্ষের ত্রাস হয়ে তুলে নিয়েছিলেন ১০টি উইকেট। ২০১৯ সালের পর এই প্রথমবার প্রথম দশে ঢুকে পড়লেন তিনি।

[আরও পড়ুন: শোয়েবের সঙ্গে সম্পর্কে আয়েষা! চ্যাট শোয়ে সত্যিটা জানালেন পাক অভিনেত্রী]

তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এখনও প্রথম দশে নিজেকে ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। আপাতত পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় পেসার। যদিও কবে তিনি দলে ফিরবেন, তা পরিষ্কার নয়। কারণ এখনও পর্যন্ত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিট সার্টিফিকেট পাননি তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তবে র‍্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

এদিকে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ধরা দিয়ে অলরাউন্ডারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন অক্ষর প্যাটেল। এই তালিকার শীর্ষেও রয়েছেন জাদেজা। দ্বিতীয় স্থানে অশ্বিন। ব্যাটারদের তালিকায় এখনও নিজের ষষ্ঠ স্থান ধরে রেখেছেন দুর্ঘটনার কবলে পড়ে দলের বাইরে থাকা ঋষভ পন্থ। তাঁর পরই সাত নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

[আরও পড়ুন: হাজারটা মোদি-শাহ এলেও ২০২৪-এ কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হবে, চ্যালেঞ্জ খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement