shono
Advertisement

‘ঐশ্বরিক চিত্রনাট্যে’ রেকর্ড গড়েই বউকে চোখে হারাচ্ছেন বিরাট! ড্রেসিং রুমের কীর্তি ভাইরাল

সোশাল মিডিয়ার চর্চায় বিরাট-অনুষ্কার ভিডিও।
Posted: 10:36 AM Nov 16, 2023Updated: 10:40 AM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটের (Virat Kohli) অনুষ্কা, অনুষ্কার বিরাট…। চলতি বিশ্বকাপ মরসুমে ভারতীয় ক্রিকেট দলের তুখড় পারফরম্যান্সের পাশাপাশি বিরুষ্কাও চর্চার কেন্দ্রে। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মাঝেও প্রায় প্রতিটা ম্যাচেই গ্যালারিতে স্বামী বিরাট কোহলির জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের ক্ষেত্রেও তার অন্যথা হল না।

Advertisement

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে যখন মাস্টার ব্লাস্টারের রেকর্ড ছুঁয়ে ফেললেন কিং কোহলি, তখন দর্শকাসনে বসে থাকা অনুষ্কা শর্মা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। স্ত্রী হিসেবে তো বটেই, বিরাটের আরেক অনুরাগী হিসেবেও। এদিনের ম্যাচে ‘বিরাট’ রেকর্ড পর মাঝরাতেই অনুষ্কা শর্মা স্বামীর উদ্দেশে লেখেন, “ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ ঈশ্বরের আশীর্বাদে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এবং মন শক্ত করে তোমার এই উত্থানের অংশীদার হতে পেরেছি। নিজের সততার জোরেই তুমি সবটা অর্জন করেছো এবং করবেও। নিজের এবং খেলাধুলার প্রতি সর্বদা সৎ থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”

এদিন ওয়াংখেড়েতে মহারণ চলাকালীন বিরাট কোহলির (Virat Kohli) জন্য একমনে প্রার্থনা করতেও দেখা দিয়েছে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইতে স্ত্রী অনুষ্কা উপস্থিত থাকবেন না, তা হয় নাকি! অতঃপর উপস্থিত ফটোগ্রাফারদের ক্যামেরার লেন্স বারবার গিয়েছে গ্যালারিতে বসে থাকা অনুষ্কা এবং ময়দানে লড়াকু বিরাটের দিকে। সেসব মিষ্টি মুহূর্তেরাই বর্তমানে নেটপাড়ায় রাজত্ব করছে। তবে একটি ভিডিও নিয়ে বেশ শোরগোল পড়েছে।

[আরও পড়ুন: ঐশ্বর্যকে বিয়ের স্বপ্ন, পাক ক্রিকেটারের ‘বেয়াদপি’তে ‘রুষ্ট’ অমিতাভ! কী বললেন শাহেনশা শ্বশুর?]

যেখানে ১১৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেই স্ত্রীকে একঝলক দেখার জন্য ড্রেসিংরুম থেকে উঁকিঝুঁকি দিচ্ছিলেন কিং কোহলি। সেই ভিডিওতেই দেখা যায়, ড্রেসিং রুমে ফিরে দু’দণ্ড বিশ্রাম না নিয়েই বারান্দার রেলিংয়ে প্রায় হেলে গিয়ে অনুষ্কার একঝলক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যদি একটু চোখের দেখা দেখা যায় বউকে। আর সেই মিষ্টি ভিডিও মন কেড়েছে নেটপাড়ার।

[আরও পড়ুন: কিয়ারার পাশে বসে ‘বিরাট ম্যাজিক’ দর্শন! তারপরই সোনমের বাড়ি ছুটলেন বেকহ্যাম, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement