shono
Advertisement

ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে কেমন দল নামাবে টিম ইন্ডিয়া? শাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা কাটল

ভারতের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর বাংলাদেশ শিবিরে।
Posted: 04:27 PM Oct 18, 2023Updated: 04:27 PM Oct 18, 2023

আলাপন সাহা: মঙ্গলবার কমবেশি সকলেই গা ঘামিয়েছিলেন। বুধবার অর্থাৎ ভারত-বাংলাদেশ ম্যাচের আগের দিন মাঠমুখো হলেন না অধিকাংশ ভারতীয় তারকাই। আসলে দ্রাবিড়ীয় সংসার ম্যাচের আগের দিন অনুশীলনে কোনও জোরাজুরি করা হয় না। অনুশীলন পর্ব রাখা হয় ঐচ্ছিক। বাংলাদেশ ম্যাচের আগে সেই ঐচ্ছিক অনুশীলনে এলেন মাত্র জনা তিনেক তারকা। সুতরাং প্র্যাকটিস দেখে বোঝার উপায় নেয় বৃহস্পতিবার পুণেতে কেমন দল নামতে চলেছে।

Advertisement

তবে ভারতীয় শিবিরে (Indian Team) খোঁজখবর নিয়ে জানা গেল, মোটামুটিভাবে পাকিস্তান ম্যাচের দলই ভারত নামাতে চলেছে। আগের ম্যাচের পারফরম্যান্সের পর শার্দূল ঠাকুরের (Shardul Thakur) জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট মনে করছে পুণের ব্যাটিং সহায়ক পিচে বাড়তি স্পিনার খেলানোর অর্থ হয় না। তাই অশ্বিনকে সম্ভবত বৃহস্পতিবারও বাইরেই বসতে হচ্ছে।

[আরও পড়ুন: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! বাম আমলের ‘দুর্নীতি’ নিয়ে শোরগোল ভাতারে]

তিন পেসার হতে চলেছেন শার্দূল, বুমরাহ (Jasprit Bumrah) এবং সিরাজ। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরাজ বা বুমরাহর মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে শামিকে খেলিয়ে দেওয়া হতে পারে। যদিও রোহিত-দ্রাবিড়রা দলে বেশি বদলের পক্ষে নন। দলের ব্যাটিং বিভাগে তো এমনিও বদলের সম্ভাবনা নেই। মোটের উপর পাক ম্যাচের দলই বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে। পরিবর্তন হলেও কোনও এক পেসারকে বিশ্রাম দেওয়ার বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি ধর্মের রাজনীতি করি না’, ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে তোপ অভিষেকের

বাংলাদেশ শিবিরে আবার বড়সড় স্বস্তির খবর আছে। যার খেলা নিয়ে যাবতীয় সংশয়, সেই শাকিব আল হাসান বৃহস্পতিবার খেলবেন। আসলে ভারতের বিরুদ্ধে ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা না জিতলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। তাই এই ম্যাচটা শাকিব নিজে খেলতে চাইছেন। মঙ্গলবার তাঁর আরেকটি স্ক্যানের রিপোর্ট আসার কথা। তবে সেই রিপোর্টে যাই থাক, শাকিব (Shakib Al Hasan) বৃহস্পতিবার খেলবেন। বাংলাদেশ বৃহস্পতিবার বাড়তি একজন স্পিনার নিয়ে খেলতে চাইছে। সেক্ষেত্রে মাহেদি হাসান দলে আসতে পারেন। শরিফুল নাকি মহম্মদউল্লাহ কার জায়গায় মাহেদিকে খেলানো হয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement