সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম চার ম্যাচে দলের বাইরে। তার পর দলে ফিরেই দুই ম্যাচে ৯ উইকেট। একেবারে রূপকথার কামব্যাক মহম্মদ শামির (Mohammed Shami)। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকেও একা হাতে শেষ করে দিয়েছেন বাংলার পেসার। রবিবারের ম্যাচে ভারতীয় হিসাবে ওয়ানডে ক্রিকেটে নজিরের মালিক হয়েছেন শামি। ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চার উইকেট নেওয়ার নজির গড়লেন তারকা পেসার।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই শামির জায়গা ছিল রিজার্ভ বেঞ্চ। ধর্মশালায় কিউয়িদের বিরুদ্ধে প্রথমবার চলতি টুর্নামেন্ট খেলতে নামেন। প্রথম বলেই উইকেট তুলে নেন। তাঁর আগুনে গতির সামনে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ৫৪ রানে ৫ উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন। তাঁর ঝুলিতেই যায় ম্যাচের সেরার পুরস্কারও।
[আরও পড়ুন: শামি-বুমরাহদের আগুনে বোলিংয়ে জোড়া হারের বদলা, ইংল্যান্ডকে ছিটকে দিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া]
ধর্মশালা থেকে লখনউ পৌঁছে আরও ধারাল হয়ে ওঠে শামির বোলিং। রবিবারের ম্যাচে প্রথমেই তুলে নেন ইংল্যান্ডের (India vs England) সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন স্টোকসের উইকেট। তাঁর আগুনে গতির সামনে আত্মসমর্পণ করেন জনি বেয়ারস্টো, মইন আলি, আদিল রশিদরাও। ৭ ওভার বল করে দুটি মেডেন দেন শামি। শেষ পর্যন্ত ২২ রান খরচ করে শামির খাতায় ৪ উইকেট। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ১৩ বার ম্যাচে চার উইকেট তুলে নিলেন শামি।
আগুনে পারফরম্যান্সের পর নয়া নজিরও গড়লেন তারকা পেসার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার এক ম্যাচে চার উইকেট পাওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। জাতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরের নজির ভাঙলেন তিনি। অন্যদিকে দল হিসাবেও দুরন্ত পারফরম্যান্স ভারতের। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল মেন ইন ব্লু। এই তালিকায় ভারতের আগে রয়েছে একমাত্র অস্ট্রেলিয়া।