সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত ব্রিগেড। তবে মেন ইন ব্লুর এমন দাপুটে পারফরম্যান্স নিয়ে প্রথমবার মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০১১ সালে তাঁর নেতৃত্বেই শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি? নিজের মতামত প্রকাশ করেছেন ক্যাপ্টেন কুল। তিনি বলেন, ভারতীয় দলের সকলেই দুর্দান্ত খেলেছেন। বাকিটা বুদ্ধিমানরা বুঝতেই পারছে।
চলতি বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ভারত। কঠিন পরিস্থিতিতে চাপের মধ্যে পড়লেও ম্যাচ বের করে এনেছেন ভারতীয় ক্রিকেটাররা। পরপর পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। রোহিত ব্রিগেডের হাত ধরেই ১২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ আসবে দেশে, সেই আশায় বুক বাঁধছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এহেন পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে প্রথমবার মুখ খুললেন ধোনি।
[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই রোহিতদের কোচ বদল, দ্রাবিড়ের জায়গায় আসতে পারেন লক্ষ্মণ]
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় বিশ্বজয়ী অধিনায়ককে। সেখানেই ধোনি বলেন, “খুবই ভালো দল ভারতের। দারুণ ভারসাম্য রয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটারই খুব ভালো খেলছে। এখনও পর্যন্ত তো সবই খুব ভালো লাগছে। তবে এর বেশি আর কিছু বলব না। বুদ্ধিমানরা এখান থেকেই বাকিটা বুঝে যাবেন।”
ওই অনুষ্ঠানেই আইপিএল খেলা নিয়েও ইঙ্গিতবাহী মন্তব্য করেন মাহি। তিনি বলেন, “আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তাই আমাকে অবসর নেওয়া ক্রিকেটার বলা যাবে না, সংশোধন করে নেওয়া দরকার।” হাঁটুর চোট থেকেও ধীরে ধীরে সেরে উঠছেন বলে জানান ধোনি। ফলে ২০২৪ সালের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভক্তরা।