সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) ইচ্ছামতো টস করাচ্ছেন ম্যাচ রেফারি। সেই জন্যই পরপর টসে জিতে নিজের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন ভারত অধিনায়ক। তার পরে অনায়াসে ম্যাচ জিতছে ভারত। ফের বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন পাক ক্রিকেটার। তবে ভিত্তিহীন অভিযোগের পালটা দিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের অনেকেই। ইরফান পাঠান (Irfan Pathan) বলেন, ভারতীয় ক্রিকেটের ঘাড়ে দোষ চাপিয়ে বিখ্যাত হওয়ার উপায় খুঁজছেন অনেকেই।
ভারত বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে ওঠার পরেই বিস্ফোরক মন্তব্য় করেন প্রাক্তন পাক ক্রিকেটার সিকান্দার ভক্ত। তাঁর মতে, “বিশ্বকাপে একটু অন্যভাবে টস করছে রোহিত। অন্য অধিনায়কদের তুলনায় অনেকটা উঁচুতে কয়েন ছুঁড়ছে, ফলে দূরে গিয়ে পড়ছে কয়েনটা। প্রতিপক্ষ অধিনায়ক দেখতেই পাচ্ছেন না হেড পড়েছে না টেল।” সিকান্দারের মতে, বিশ্বকাপের আগে এত টস জিততেন না রোহিত। কিন্তু মেগা টুর্নামেন্ট শুরুর পরেই টানা টস জিতে চলেছেন ভারত অধিনায়ক।
[আরও পড়ুন: ক্র্যাম্পের ব্যথায় ছটফট বিরাটকে কেন সাহায্য? কিউয়িদের আচরণে ক্ষুব্ধ অজি ক্রিকেটার]
প্রাক্তন পাক ক্রিকেটারের এই অভিযোগের ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, “বয়সে বড় হওয়াটা সকলের জন্য আবশ্যিক। কিন্তু চিন্তাভাবনা অনুযায়ী বেড়ে ওঠা-সেটা সকলে পারে না।” অন্যদিকে ইরফান পাঠানের মতে, “ভারতীয় ক্রিকেটকে কাঠগড়ায় তোলো আর বিখ্যাত হয়ে যাও।” নিন্দার ঝড় পাক ক্রিকেট মহলেও। ওয়াসিম আক্রম, শোয়েব মালিকের মতো বেশ কয়েকজন সিকান্দারের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে একাধিকবার ভারতের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। একটি অনুষ্ঠানে হাসান রাজা বলেছিলেন, “এবারের বিশ্বকাপে ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! এমনটা কিন্তু আগে দেখা যেত না। মনে হচ্ছে ওরা কিছু একটা চিটিং করছে।” এবার সেই তালিকায় নতুন সংযোজন সিকান্দার ভক্ত।