shono
Advertisement

ICC World Cup 2023: অখিলেশের আমলে গ্রেপ্তার হন দাদা, যোগীর আমলে স্টেডিয়াম উপহার পেলেন শামি

স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন শামির পরিবার।
Posted: 06:00 PM Nov 18, 2023Updated: 10:59 PM Nov 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ বছর আগে গোহত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মহম্মদ শামির (Mohammed Shami) দাদা মহম্মদ হাসিব। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশকে মারধর করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবার সেই শামিকেই উপহার দিতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তারকা পেসারের গ্রামে ক্রিকেট স্টেডিয়াম গড়তে চাইছে বিজেপি সরকার। সূত্রের খবর, বিশ্বকাপে (ICC World Cup 2023) তারকা পেসারের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই স্টেডিয়াম গড়ে শামিকে উপহার দিতে চাইছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে গোরক্ষক বাহিনীর দাপট নতুন নয়। অনেকক্ষেত্রেই গোরক্ষার নামে নিরপরাধদের হেনস্তার ঘটনা প্রকাশ্যে এসেছে। এহেন পরিস্থিতিতে ২০১৬ সালের জানুয়ারি মাসে গোহত্যার অভিযোগ ওঠে মহম্মদ শামির দাদার বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলাকালীন পুলিশকে মারধর করেছেন শামির দাদা, সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করা হয়। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারকা পেসারের পরিবার। উল্লেখ্য, সেই সময়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল সমাজবাদী পার্টি (Samajbadi Party)। পরের বছরই ক্ষমতায় আসে বিজেপি।

[আরও পড়ুন: ‘শামির ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়া!’ মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন প্যাট কামিন্স]

সাত বছর পরে যেন শাপমুক্তি ঘটল মহম্মদ পরিবারের। বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে বসেছেন শামি। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই শামির গ্রামে স্টেডিয়াম গড়ে তাঁকে উপহার দিতে চান যোগী। জানা গিয়েছে, আমরোহা জেলার আলিনগর গ্রামে ১ হেক্টর জমি ইতিধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি জিম, রেসিং ট্র্যাক ও অন্যান্য পরিষেবাও থাকবে এখানে। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এই স্টেডিয়াম গড়ার জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে শামির পরিবারকেও আমন্ত্রণ জানানো হতে পারে। তাঁদের হাত ধরেই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

[আরও পড়ুন: ভারত বিশ্বকাপ জিতলেই ১০০ কোটি উপহার! বিরাট ঘোষণা ব্যবসায়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement