সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) আর দেখতে চান না। তাঁর কথা শুনতেও চান না আর। ১২ বছর আগের এক বিশ্বকাপে (ICC World Cup 2023) বিরাট কোহলি আউট হওয়ার পরে এভাবেই কটাক্ষ করেছিলেন নেদারল্যান্ডসের ৩৯ বছর বয়সি ক্রিকেটার ওয়েসলি বারেসি (Wesley Barresi)। নেদারল্যান্ডসের এই দলের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মুখোমুখি হয়েছেন। ১২ বছর আগের এক বিশ্বকাপে তিনি ছিলেন। এবারও সেই বারেসি রয়েছেন নেদারল্যান্ডস দলে। ফের তিনি মুখোমুখি হবেন কোহলির। বিরাট অবশ্য এখন আগের থেকে অনেক পরিণত। তিনি এখন কিংবদন্তি। রোহিত শর্মার হাতের তুরুপের তাস।
টাইমমেশিনের সাহায্য না নিয়ে ১২ বছর আগের এক বিশ্বকাপে ফিরে যাওয়াই যায়। দিল্লিতে ছিল ২০১১ সালের ভারত-নেদারল্যান্ডসের সেই ম্যাচ। নেদারল্যান্ডসের ১৯০ রান তাড়া করতে নেমে ভারত এক উইকেটে ৮০ থেকে একসময়ে হয়ে গিয়েছিল চার উইকেটে ৯৯। কোহলি ১২ রানে ফিরে যান। নেদারল্যান্ডস হঠাৎই রক্তের স্বাদ পেয়ে যায়। কোহলি বোল্ড হয়ে ফিরে যাওয়ার সময়ে ভারতীয় তারকাকে উদ্দেশ্য করে বারেসি বলেছিলেন, ”তোমাকে আর দেখতে চাই না। তোমার কথা শুনতেও চাই না।”
[আরও পড়ুন: ভারতের কোন মাঠকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরণ ঘটালেন জস বাটলার?]
সেদিনের পরে কেটে গিয়েছে ১২ বছর। কোহলি এখনও খেলে চলেছেন। রবিবারের চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যখন ধুঁকছিল, ঠিক সেই সময়ে কোহলি ও লোকেশ রাহুল চাপ সামলে ভারতকে নিয়ে যান নিরাপদ জায়গায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত।
সেদিনের সেই ভবিষ্যদ্বাণী করা যে ঠিক হয়নি তা এখন মানেন বারেসি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সেই রাতে আমি হয়তো অধৈর্য হয়ে পড়েছিলাম। সেবারের ভারতীয় দলে তারকার ছড়াছড়ি ছিল। কোহলি সেই সময়ে তরুণ খেলোয়াড় ছিল। এখন অবশ্য সম্পর্ক ভালো করার সেরা সময়। কোহলি আমাদের ভুল প্রমাণিত করেছে।”
১২ বছর আগের সেই বিস্ফোরণ প্রসঙ্গে বারেসি জানাচ্ছেন, ”সেই মুহূর্তে আমরা সবাই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ওদের তিন-চার উইকেট পড়ে গিয়েছিল। ফলে আমাদের সবার মনে হয়েছিল, আমরা বুঝি ম্যাচে ফিরে এসেছি। ভারতের মাটিতে ভারতকে নক আউট করার দারুণ সুযোগ ছিল।” যুবরাজ সিংয়ের দাপটে সেই ম্যাচে হার মেনেছিল ডাচরা। এবার ফের কোহলি ও বারেসির লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটমহল।