shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: ক্র্যাম্প নিয়েই দাঁতে দাঁত চাপা লড়াই, কেন রানারের অনুমতি পেলেন না ম্যাক্সওয়েল?

পায়ে ক্র্যাম্প নিয়েই দুশো রান হাঁকিয়েছেন অজি অলরাউন্ডার।
Posted: 02:20 PM Nov 08, 2023Updated: 02:54 PM Nov 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। তাই প্রবল ক্র্যাম্প সহ্য করে এক পায়ে ব্যাটিং করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে লজ্জার হার এড়াতে মরিয়া সংগ্রাম চালাচ্ছিলেন। যন্ত্রণা সহ্য করেই একের পর এক চার-ছয়ের বন্যা বইয়েছেন ওয়াংখেড়েতে। কিন্তু প্রবল যন্ত্রণা সত্ত্বেও রানার নেওয়ার অনুমতি পাননি অজি (Australia) অলরাউন্ডার। প্রশ্ন উঠছে, খেলার সময়ে এত যন্ত্রণা সত্ত্বেও কেন রানার নিতে পারলেন না ম্যাক্সওয়েল?

Advertisement

মঙ্গলবার বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ চলাকালীন ক্রিকেটদুনিয়াকে একেবারে চমকে দেয় আফগানিস্তান। অজি বোলিং লাইন আপকে সামলে সেঞ্চুরি হাঁকান ইব্রাহিম জাদরান। ২৯১ রান তুলে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন স্টিভ স্মিথরা। সেই সময়ে ম্যাক্সওয়েল ম্যাজিকের শুরু। 

[আরও পড়ুন: ফিরল চল্লিশ বছর আগের স্মৃতি, ম্যাক্সওয়েল মনে করালেন কপিল রূপকথা]

২১টি চার ও ১০টি ছয় মেরে প্রথম ব্যাটার হিসাবে রান তাড়া করার সময়ে দুশো রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচের মধ্যে একাধিকবার তাঁর পায়ে টান ধরেছে। ফিজিও এসে চিকিৎসা করার পরও দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না। একাধিকবার ক্রিকেটপ্রেমীদের মনে হয়েছে, আর হয়তো মাঠে থাকতে পারবেন না ম্যাক্সওয়েল। সেই সময়েই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, কেন রানার নিয়ে খেলছেন না ম্যাক্সওয়েল?

কিন্তু এই প্রশ্নের উত্তর রয়েছে আইসিসির নিয়মের মধ্যেই। আন্তর্জাতিক ক্রিকেটে আহত ক্রিকেটারদের রানার দেওয়ার প্রথা ২০১১ সাল থেকেই বন্ধ করে দিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। কারণ হিসাবে বলা হয়, রানার থাকলে মাঠের মধ্যে বাধা পড়ে। যদিও একাধিক দেশের ঘরোয়া ক্রিকেটে রানারের নিয়ম রয়েছে। প্রসঙ্গত, প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক সাফ বলেছিলেন ক্র্যাম্পে ভোগা ক্রিকেটারদের জন্য রানার দেওয়ার কোনও মানেই হয় না। কিন্তু মঙ্গলবার তাঁরই প্রাক্তন সতীর্থ ম্যাক্সওয়েল রানারের অভাবে মাঠে ভুগেছেন। 

[আরও পড়ুন: ‘আইপিএলে বিপ্লব ঘটাতে পারে সৌদি বিনিয়োগ’, একান্ত সাক্ষাৎকারে দাবি ললিত মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement