সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর পরেই ক্রিকেট জ্বরে কাঁপবে কলকাতা। আগামী বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। তার মধ্যে রয়েছে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও। ভারতীয় দলেরও একটি ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)।
ইডেনের মাটিতে দু’টি করে ম্যাচ খেলবে প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ। কোয়ালিফায়ার খেলে আসা দলের বিরুদ্ধে ইডেনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলা হবে ২৮ অক্টোবর। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচও রয়েছেন ইডেনে। ৩১ অক্টোবর মুখোমুখি হবে দুই দল।
[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর মৃত্যু]
রোহিত শর্মা-বিরাট কোহলিরা ইডেনে খেলতে নামবেন ৫ নভেম্বর। কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপ পর্বে ইডেনের শেষ ম্যাচ খেলা হবে ১২ নভেম্বর। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ওইদিনই শেষ হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা।
ট্রফি জয়ের লক্ষ্যে কারা ভেসে থাকবে, সেই ফয়সালাও হবে ইডেনের মাটিতে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে ১৬ অক্টোবর। ফাইনালের আগে শেষ ম্যাচটি খেলা হবে ইডেনের মাঠেই। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ হলেও ভারতীয় দলের খেলা দেখার সুযোগ পায়নি কলকাতাবাসী। এবার ভারতীয় দলের পাশাপাশি সেমিফাইনাল ম্যাচের উত্তেজনাও মাঠে বসেই উপভোগ করতে পারবেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
এক নজরে দেখে নিন ইডেনের ম্যাচগুলি:
কোয়ালিফায়ার ১ বনাম বাংলাদেশ ২৮ অক্টোবর
পাকিস্তান বনাম বাংলাদেশ ৩১ অক্টোবর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ নভেম্বর
ইংল্যান্ড বনাম পাকিস্তান ১২ নভেম্বর
দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর