সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, বিপদ কখনও একা আসে না। সাম্প্রতিক কালে কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। একে কোভিড সংক্রমণে রক্ষে নেই এবার তার দোসর হল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে এই সংক্রমণ। ত্বক থেকে সংক্রমণ ছড়াতে পারে মস্তিস্ক, ফুসফুসে। ইতিমধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করলে একগুচ্ছ নির্দেশিকা জারি করল আইসিএমআর (ICMR)।
ঠিক কী এই মিউকরমাইসিসিস?
জানা যাচ্ছে কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাকটি বাসা বাঁধছে করোনা রোগীদের ফুসফুসে। এর আগেও অবশ্য বহু রোগীর প্রাণ কেড়েছে এই ছত্রাক। ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এই রোগে আক্রান্ত হলে রোগীরা কী করবেন, আর কী করবেন না তা নিয়ে রবিবারই একটি অ্যাভাসরি জারি করেছে ICMR।
[আরও পড়ুন: হোমিওপ্যাথিতেই হবে বাজিমাত, মাত্র ১০ টাকায় ঠেকানো যাবে করোনা! দাবি চিকিৎসকদের]
মিউকরমাইসিসিস-এর লক্ষণ কী?
- চোখে বা নাকে ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়া
- জ্বর, মাথা ব্যথা, কাশি
- নিঃশ্বাসের সমস্যা
- রক্তবমি
- মানসিক অবস্থায় অস্বাভাবিকত্ব
চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। কারণ, কালো ছত্রাক এই ধরণের রোগীদের উপর মারণ থাবা বসাচ্ছে। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের সতর্ক থাকতে হবে। এই ধরণের রোগীরা কখন আক্রান্ত হওয়ার আশঙ্কা করবেন? এ প্রসঙ্গে আইসিএমআর জানিয়েছে,
- জ্বর
- নাক বন্ধ হয়ে আসা
- নাকের উপর কালচে দাগ
- ত্বকের সমস্যা
- নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরনো
- চোয়ালে ব্যথা, মুখের এক দিকে ব্যথা, ফুলে যাওয়া কিংবা অবস হয়ে যাওয়া
- দাঁতে ব্যথা
- দৃষ্টি ঝাপসা হয়ে আসা, বা দু’টো করে জিনিস দেখা
- বুকে ব্যথা, নিঃশ্বাসের সমস্যা বেড়ে যাওয়া
[আরও পড়ুন: সাবধান! করোনামুক্ত হওয়ার পর অবশ্যই বদলান নিজের টুথব্রাশ, কেন জানেন?]
আক্রান্ত হলে কী করবেন?
- হাইপারগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করা
- পুঁজ বেরনোর পর রক্তে গ্লুকোজের মাত্রা মাপা
- ঠিক সময় চিকিৎসকদের নির্দেশ মেনে স্টেরয়েড নেওয়া
- অক্সিজেন থেরাপির সময় পরিষ্কার, স্টেরিলাইজ করা জল ব্যবহার
- প্রয়োজনীয় ওযুধ খাওয়া।
- লক্ষণ দেখা দিলে ফেলে রাখা চলবে না
- তবে নাকে কালচে দাগ দেখলেই আতঙ্কিত হওয়ার দরকার নেই
- ফাঙ্গাসের উপস্থিতি বুঝতে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে হবে
কী সতর্কতা অবলম্বন করবেন?
- ধুলোয় গেলে মাস্ক পরতে হবে
- নিয়মিত স্নান করা, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা
- বাগানে কাজ করার সময়ে হাত-পা ঢাকা পোশাক পরা