সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? সেই মতো নিজেকে প্রস্তুত করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিচ্ছে IDBI ব্যাঙ্ক। জানেন মোট শূন্যপদ কত? আবেদন করবেন কীভাবে? শেষ তারিখই বা কবে?
পদ- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM)
মোট শূন্যপদ - ৬০০
আবেদন পদ্ধতি- অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট- www.idbibank.in
শেষ তারিখ- ৩০ নভেম্বর ২০২৪
কোন কোন শাখায় শূন্যপদ কটি?
আহমেদাবাদ- ৭০
বেঙ্গালুরু- ৬৫
চণ্ডীগড়- ৫০
চেন্নাই- ৫০
কোচি- ৩০
মুম্বই- ১২৫
নাগপুর-৫০
পুণে-৬০
* Agri Asset Officer পদে নিয়োগ করা হবে ১০০ জনকে।
শিক্ষাগত যোগ্যতা
JAM (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার )
*যে কোনও শাখায় স্নাতক হলেই আবেদন করতে পারবেন।
*বয়স-২০ থেকে ২৫ এর মধ্যে ।
AAO
*বি.এস.সি, বি.টেক বা বি.ই (অ্য়াগ্রিকালচার, হর্টিকালচার, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, পশুপালন, ফরেস্ট্রি, সায়েন্স ও টেকনোলজি, ফুড সায়েন্স, অ্যাগ্রো ফরেস্ট্রি) হলেই আবেদন করতে পারবেন এই পদে।
*বয়স-২০ থেকে ২৫ এর মধ্যে ।
আবেদনের খরচ
সাধারণ শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য আবেদনে খরচ হবে ১০৫০ টাকা। SC, ST, PwBD-দের ক্ষেত্রে লাগবে ২৫০ টাকা।
নিয়োগ পদ্ধতি কী?
আবেদন করার পর নির্ধারিত সময়ে হবে অনলাইন পরীক্ষা। পাশ করলে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তার পর হবে পারসোনাল ইন্টারভিউ। তাতে পাশ করলে হবে শারীরিক পরীক্ষা।