shono
Advertisement

Breaking News

পুজোয় গ্রাহকদের বিনামূল্যে ১০জিবি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা

বাম্পার অফার! The post পুজোয় গ্রাহকদের বিনামূল্যে ১০জিবি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 PM Oct 10, 2018Updated: 09:47 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ পুজোর আগে গ্রাহকদের জন্য বিশেষ অফারের বন্দোবস্ত করেছে এই টেলিকম সংস্থা৷ আগামী সাতদিনের জন্য ১০ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করেছে এই সংস্থা৷ ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার৷

Advertisement

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

জিও, এয়ারটেল বর্তমানে গুচ্ছ গুচ্ছ লোভনীয় অফার এনেছে গ্রাহকদের জন্য৷ তাই গ্রাহকদের আকর্ষণ করতে এরকমই নানা অফারের বন্দোবস্ত করেছে সদ্য জোটবদ্ধ ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থা৷ বুধবার সংস্থার তরফে জানানো হয়, এবার থেকে *৮০০*৪৪৪# এই নম্বর প্রেস করলেই মিলবে লোভনীয় অফার৷ ফোর জি আইডিয়া নম্বর সিম কার্ড থেকেই এই নম্বরটি প্রেস করতে হবে গ্রাহকদের৷ তবেই বিনামূল্যে পাওয়া যাবে ১০জিবি ডেটা৷ পকেটের একটি টাকা খরচ না করেই আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই অফারটি গ্রাহকরা পাবেন৷ এই অফারটির মাধ্যমে পুজোর সময় গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই আশা ওই টেলিকম সংস্থার৷ প্রচুর সংখ্যক গ্রাহক এই অফারের মাধ্যমে আকর্ষিত হবেন বলেও আশা করছেন আধিকারিকরা৷

সদ্য আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ এই নম্বরের মাধ্যমে কলকাতায় ফোর জি হাইস্পিড ডেটার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা৷ কলকাতার সার্কেল হেড জানান, ইতিমধ্যে ৩.১ কোটি আইডি গ্রাহক রয়েছেন শহরে৷ তাঁদের কথা ভেবেই পুজোয় বিশেষ অফারের বন্দোবস্ত করেছে ওই টেলিকম সংস্থা৷ এই অফারে প্রত্যেকেই খুশি হবেন বলেই আশা কর্তৃপক্ষের৷

The post পুজোয় গ্রাহকদের বিনামূল্যে ১০জিবি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement