সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারুদের গন্ধে ভারী মধ্যপ্রাচ্যের বাতাস। ক্রমেই ইজরায়েলি সেনা ও জঙ্গি হামাসের মধ্যে সংঘর্ষের আবহ আরও ভয়ংকর হয়ে উঠছে। আর সেই লড়াইয়ে শামিল হয়েছেন মণিপুর ও মিজোরামের কুকি যোদ্ধারাও। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস তথা আইডিএফের অংশ বেনেই মেনাশে সম্প্রদায়ের এই প্রতিনিধিরা।
মনে করা হয়, ইহুদি সম্প্রদায়ের একটি হারিয়ে যাওয়া শাখা মায়ানমার হয়ে মণিপুরে এসে মিশেছে। সেই শাখারই অংশ কুকি-জো ও চিন উপজাতির মধ্যে মিশে গিয়েছে। মণিপুর তাদের বাসভূমি হলেও ‘মেনাশের সন্তানরা’ ইজরায়েলকে (Israel) স্বদেশ বলে মনে করে। তাই পিতৃভূমির বিপর্যয়ে তারা এবার এগিয়ে এসেছে। উল্লেখ্য, ‘বেনেই মেনাশে’ শব্দটির অর্থই হল মেনাশের সন্তান। হামাসের (Hamas) উপরে ক্রমেই ফাঁস জোরালো করতে চাইছে ইজরায়েল। আর সেই লক্ষ্যে ২০৬ জন কুকি যোদ্ধাও এগোচ্ছেন হামাস ঘাঁটির দিকে। মাত্র কয়েক দিন আগেই তাঁদের ডাকা হয়েছিল।
[আরও পড়ুন: ‘মিনি স্কার্টে উত্তেজক ভঙ্গির নাচ অশ্লীল নয়’, বলছে বম্বে হাই কোর্ট]
ভারতের বেনেই মেনাশে কাউন্সিলের চেয়ারম্যান লালম হাংশিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, আইডিএফে বহু কুকি শরণার্থীরা রয়েছেন। তবে মোট সংখ্যাটা কত তা তিনি জানাতে রাজি হননি। তাঁর কথায়, ”কয়েকদিন আগেই আমি একটি তালিকা পাই রিজার্ভ ফোর্সে থাকা ২০৬ জনের। তাদের ডেকে পাঠানো হয়েছে।”