shono
Advertisement
Idhika Paul

'আবারও কাজ করতে যাব', অশান্ত বাংলাদেশ নিয়ে আর কী বললেন 'প্রিয়তমা' ইধিকা?

সেই প্রিয় বাংলাদেশের অশান্ত ছবি দেখে অস্থির ইধিকার মন।
Published By: Akash MisraPosted: 08:10 PM Aug 06, 2024Updated: 10:32 PM Aug 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশেই যেন মন পড়ে রয়েছে ওপার বাংলার প্রিয়তমা ওরফে অভিনেত্রী ইধিকা পাল। গত বছর ইদের সময় ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছিলেন এপার বাংলার ইধিকা। আর এখন সেই প্রিয় বাংলাদেশের অশান্ত ছবি দেখে অস্থির তাঁর মন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানালেন, ''গত বছর ইদের সময় প্রিয়তমা মুক্তি পায়। মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। বাংলাদেশের হৃদয় এত উষ্ণ। বাংলাদেশের অতিথি আপ্যায়ণ আমাকে মুগ্ধ করেছিল। কত রকমের রান্না। ওপার বাংলা থেকে ওজন বাড়িয়ে এপার বাংলায় ফিরে ছিলাম। সেই চেনা দেশে এখন এত রক্ত ঝরছে। লক্ষ লক্ষ লোকের চোখে জল। বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব, সেখানে কাজ করব। শান্ত হও প্রিয় বাংলাদেশ।''

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি ]

অন্যদিকে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও বিবৃতি দিয়েছেন, তিনি লিখেছেন, ''বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
''

 

[আরও পড়ুন: ‘বিপ্লবকে কলঙ্কিত করবেন না…’ আর্জি বাঁধনের, বাংলাদেশ নিয়ে কী লিখলেন শাকিব খান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হয়ে গেল ‘হাসিনা হঠাও’ অভিযান।
  • ওখান মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।
Advertisement