সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের বল গড়ানোর আগে বেন স্টোকস শিবিরকে সতর্ক করে দিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। উপমহাদেশের পিচে ‘ব্যাজবল’ ক্রিকেট খেলতে গেলে বিপদে পড়বে ইংল্যান্ডই। টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে দেড় বা দুদিনে।
উপমহাদেশের পিচ বিদেশি দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা নেয়। বল কখনও ঘোরে, কখনও সোজা চলে আসে, তা আগাম বোঝা যায় না। তার ফলেই ইংল্যান্ডের পক্ষে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নেওয়া কঠিন হয়ে পড়বে। সিরাজ বলেছেন, ”ভারতীয় কন্ডিশনে ইংল্যান্ড যদি ব্যাজবল ক্রিকেট খেলতে চায় তাহলে ম্যাচ দেড় দিন বা দুদিনে শেষ হয়ে যাবে। সব সময়ে এখানে চালিয়ে খেলা সম্ভব নয়। বল ঘুরতে থাকে আবার কখনও কখনও বল সোজা চলে আসে। আমার মতে এখানে ব্যাজবল ক্রিকেট খেলাটা কঠিন। তবে ইংল্যান্ড যদি ব্যাজবল ক্রিকেট খেলে তাহলে আমাদের জন্যই তা ভালো। কারণ ম্যাচ শেষ হয়ে যাবে দ্রুত।”
[আরও পড়ুন: ‘রামচন্দ্র’ই পেলেন না রামলালার দর্শন! অযোধ্যা গিয়েও হতাশ অরুণ গোভিল]
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরাজ আগুন ধরিয়েছিলেন। সেই সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে বলছেন, ”আমি নতুন বলে বল করি। আমার লাইন ও লেন্থ একই থাকবে। বল সাদা হোক বা লাল আমি খুব একটা লাইন-লেন্থ পরিবর্তন করি না। পিচ আপ করে উইকেট নেওয়ার চেষ্টা করে যেতে হবে।” বল যদি সুইং নাও করে তাহলে লেন্থ ঠিক রাখতে হবে বলে জানিয়েছেন সিরাজ। ধারাবাহিকতা অবলম্বন করাই প্রধান লক্ষ্য ভারতের তারকা পেসারের। একই জায়গায় বল ফেলে যাবেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের কানে কি পৌঁছেছে সিরাজের কথা!