shono
Advertisement

‘ইডি-সিবিআই আসবে ভাবলে বিজেপিতে যোগ দিন’, অনুপমের মন্তব্যে বিতর্ক

'চোর, চিটিংবাজদের দল' বিজেপি, পালটা কটাক্ষ কুণালের।
Posted: 05:20 PM Sep 11, 2023Updated: 05:27 PM Sep 11, 2023

দেব গোস্বামী, বোলপুর: ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির ভূমিকা ওয়াশিং মেশিনের মতো বলে বারবার দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। সেই দাবিতেই যেন সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। লাভপুরের দলীয় কর্মসূচি থেকে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানান। তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

অনুপম বলেন, “হাতে মোটা বালা, গলায় মোটা সোনার চেন, বেঁধে যাঁরা ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের যে নেতারা রয়েছেন, যাঁদের মনে হচ্ছে যেকোনও সময়ে ইডি-সিবিআই আসতে পারে। তাঁদের বলছি এখন থেকে চুরিটা বন্ধ করুন। আর আমার ফেসবুকে, একটা নম্বরও দেওয়া রয়েছে। যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব, আপনাদের কীভাবে কাজে লাগানো যায়।”

[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই মন্তব্য নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপি যে চোর, চিটিংবাজদের দল তা অনুপমের আহ্বানেই স্পষ্ট। প্রশ্ন উঠছে, তবে কী তৃণমূলের দাবিই ঠিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে লাগানো হচ্ছে ইডি-সিবিআইকে? তবে উত্তর অধরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: শেয়ার মার্কেটে চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, ধৃত বিশ্বভারতীর ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার