সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজিতে পড়তে পড়তেই আমাজন থেকে ১.২ কোটি টাকার বার্ষিক বেতনের চাকরির অফার পেলেন সেখানকার পড়ুয়া। প্রতিষ্ঠানের ইতিহাসে আজ পর্যন্ত এমন অঙ্কের চাকরির প্রস্তাব আর কেউ পাননি, যা শুনে চোখ কপালে উঠতে পারে অনেকের। এমন রত্নসম ছাত্রটি কে? তাঁর নাম অভিজিৎ দ্বিবেদী। তাঁকে ডাবলিনে আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির অফার দেওয়া হয়েছে। লখনউয়ের প্রতিষ্ঠানটিতে তথ্য ও প্রযুক্তির ওপর চূড়ান্ত বর্ষের পড়ুয়া অভিজিৎ এই বিপুল পে প্যাকেজের চাকরি পেয়ে জানাচ্ছেন, সফট স্কিলের জোরেই এটা সম্ভব হয়েছে, ইন্টারভিউ বোর্ডে তাক লাগিয়ে দিতে পেরেছেন তিনি।
[আরও পড়ুন: শত্রু শিবিরে কাঁপুনি ধরিয়ে পোখরানে সফল নয়া ‘পিনাক’ রকেটের পরীক্ষা]
আর্থিক মানদণ্ডে আগের যাবতীয় রেকর্ড ভেঙে বড় সাফল্যের মালিক বলেছেন, ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে অনেক ভিডিও দেখেছি। সফট স্কিলের গুরুত্ব অনেক, তাই ইঞ্জিনিয়ারিং ছাত্রদের শুধুমাত্র টেকনিকাল জ্ঞান থাকলেই চলবে, এমন ভাবা উচিত নয়। কমিউনিকেশন স্কিল বা নিজেকে মেলে ধরার ক্ষমতা, শরীরী ভাষাও সমান জরুরি।
প্লেসমেন্টের দৌড়ে থাকা প্রত্যাশীদের জন্যও কিছু মূল্যবান টিপস দিয়েছেন অভিজিৎ। তাঁর মতে, একটা ভাল চাকরি পেতে হলে কিছু বিষয়ের ওপর জোর দিতে হবে। যেমন কাজের সুলুকসন্ধানের ব্যাপারে সিনিয়রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের কাছ থেকে ইন্টারভিউয়ে কাজে লাগার মতো টিপস নেওয়া। নতুন কাজের সুযোগের খবরের আপডেট দেয় নিয়মিত, এমন জনপ্রিয় কর্মনিয়োগ সংক্রান্ত পোর্টালগুলিতে প্রোফাইল তৈরির পরামর্শও দিয়েছেন তিনি।
তবে অভিজিতের আমাজনের রেকর্ড অঙ্কের বেতনের চাকরি পাওয়ার সাফল্যই শুধু নয়, চলতি বছরে লখনউয়ের নামী শিক্ষাপ্রতিষ্ঠানটির মুকুটে একাধিক সাফল্যের মণি উঠেছে। পড়ুয়াদের ১০০ শতাংশ প্লেসমেন্টের ব্যবস্থা হয়েছে। ৬১ জন পড়ুয়া চাকরি পেয়েছেন, ৪ জন উচ্চশিক্ষার রাস্তা বেছে নিয়েছেন। এ বছর গড় বার্ষিক পে প্যাকেজ আগের বছরগুলির তুলনায় অনেকটা বেড়েছে-২৬ লক্ষ টাকা। গত বছর পর্যন্ত সর্বোচ্চ পে প্যাকেজ ছিল প্রায় ৪০ লক্ষ টাকা, জানিয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ডঃ অরুণ মহান্ত শেরি। “বোঝা যাচ্ছে, আমরা ঠিক রাস্তাতেই আছি”, বলেছেন তিনি।