shono
Advertisement

Breaking News

ড্রেসিংরুমে বসেই সিগারেটে সুখটান পাক ক্রিকেটারের! ‘পাকিস্তান স্মোকিং লিগ’, তোপ নেটদুনিয়ার

ম্যাচ চলাকালীন পাক ক্রিকেটারের ধূমপানের ভিডিও ভাইরাল।
Posted: 10:38 AM Mar 19, 2024Updated: 11:57 AM Mar 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ফাইনাল চলছে। তার মধ্যেই ড্রেসিংরুমে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন পাক ক্রিকেটার। বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তুমুল সমালোচনা। নেটিজেনদের কথায়, পি এস এল আদতে ‘পাকিস্তান স্মোকিং লিগ’।

Advertisement

ঠিক কী ঘটেছে পিএসএল (PSL) ফাইনালে? রবিবার পাকিস্তানি লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। প্রথমে বল করে বিপক্ষকে মাত্র ১৫৯ রানে আটকে দেয় ইসলামাবাদ। স্পিনার ইমাদ ওয়াসিম (Imad Wasim) একাই তুলে নেন ৫ উইকেট। মাত্র ২৩ রান দেন নিজের চার ওভারে। পাক স্পিনারের দাপটেই পিএসএল জয় কার্যত নিশ্চিত করে ফেলে ইসলামাবাদ। ব্যাট করতে নেমে খানিক চাপের মুখে পড়লেও মুলতান সুলতানসের দেওয়া টার্গেট তুলে ফেলে তারা। একেবারে শেষ বলে গিয়ে জয়সূচক রান আসে ইসলামাবাদ ইউনাইটেডের।

[আরও পড়ুন: ভালো পারফরম্যান্সের পুরস্কার, কেন্দ্রীয় চুক্তিতে এলেন সরফরাজ-ধ্রুব

তবে ম্যাচ শেষ হতেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামাবাদ ড্রেসিংরুমের ভিডিও। দেখা যাচ্ছে, যখন সতীর্থরা ক্রিজে নেমে দলকে জেতাতে ব্যাট করছে, সেই সময়ে ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছেন ইমাদ। কোচের পাশে বসেই সিগারেট খাচ্ছেন দলের সদস্য, কিন্তু কেউই ইমাদ ওয়াসিমকে বাধা দেননি। সিগারেট খাওয়ার মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ম্যাচ চলাকালীন প্রকাশ্যে ইমাদের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। ক্ষিপ্ত নেটদুনিয়ার দাবি, পিএসএল তো আসলে পাকিস্তান স্মোকিং লিগ। তাই এভাবে সিগারেট টানছেন তারকা ক্রিকেটার। অনেকের মতে, এমন আচরণ ক্রিকেটের জন্য খুব খারাপ বিজ্ঞাপন। আবার কেউ বলছেন, পাঁচ উইকেট নেওয়ার আনন্দ উদযাপন করতে গিয়েই ড্রেসিংরুমে বসে সিগারেট খাচ্ছিলেন ইমাদ। নেটদুনিয়ার তোপের মুখে পড়েও এই ঘটনায় পাক তারকা কোনও প্রতিক্রিয়া দেননি।

[আরও পড়ুন: ‘মিডিয়া সবসময় আমাকে খুঁজে বেড়ায়!’, আরসিবিতে যোগ দিয়েই খোঁচা দিলেন কোহলি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement