সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সভা। কিন্তু সেই মঞ্চেই জ্বলজ্বল করছে বিজেপি প্রার্থীর ছবি! আজব ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্ডলায়। কংগ্রেসের একাধিক নেতানেত্রীর পাশেই দেওয়া হয় বিজেপি প্রার্থীর ছবি। সেই সভামঞ্চের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) প্রথম দফায় মধ্যপ্রদেশের ৬টি আসনে ভোটগ্রহণ হবে। তাই সেরাজ্যে শুরু হয়ে গিয়েছে হেভিওয়েটদের আনাগোনা। রবিবার জবলপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের দিনই মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করবেন রাহুল গান্ধী। সেরাজ্যে সফরের প্রথম দিন মান্ডলায় জনসভা করবেন তিনি। কিন্তু সেই জনসভার আগেই নেটদুনিয়ায় হাসির খোরাক হল রাহুলের সভামঞ্চ। মান্ডলা কেন্দ্রের কংগ্রেস (Congress) প্রার্থী ওমকার সিংয়ের পরিবর্তে মঞ্চ সাজিয়ে তোলা হল বিজেপি (BJP) প্রার্থীর ছবি দিয়ে। ওই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী ফজ্ঞন সিং কুলাসতে।
[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]
রবিবারই ভাইরাল হয়ে যায় রাহুলের সভামঞ্চের এই ছবি। তবে ভুল বুঝতে পেরে তড়িঘড়ি আসরে নামেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। দ্রুত পালটে ফেলা হয় ফজ্ঞন সিংয়ের ছবিটি। সাদা কাপড় দিয়ে তাঁর মুখ ঢেকে দেওয়া হয়। পরিবর্তে বসিয়ে দেওয়া হয় স্থানীয় বিধায়ক রজনীশ হরবংশ সিংয়ের ছবি। কিন্তু ভুল নেতার ছবি দেওয়া ঘিরে সোশাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের শিকার হয় কংগ্রেস। নেটিজেনদের মতে, 'রাহুল গান্ধী একাই পাপ্পু নন'। আবার কারও মতে, কংগ্রেস নেতারা নিজেরাই দলীয় প্রার্থীদের চেনেন না।
উল্লেখ্য, মান্ডলা কেন্দ্রে ২০১৪ সালে ফজ্ঞনের বিরুদ্ধেই লড়েছিলেন কংগ্রেসের ওমকার। এক লক্ষের বেশি ভোটে জিতেছিলেন ফজ্ঞন। তবে গত বছরের বিধানসভা নির্বাচনের টিকিট পেলেও জিততে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। এবার ফের সাংসদ হওয়ার লড়াই চালাচ্ছেন বিজেপি নেতা ফজ্ঞন।