shono
Advertisement

মোদির পথেই হাঁটলেন ইমরান, কর ফাঁকি রুখতে তৎপর পাক সরকার

কালো টাকার কারবারিদের কড়া বার্তা পাক প্রধানমন্ত্রীর৷ The post মোদির পথেই হাঁটলেন ইমরান, কর ফাঁকি রুখতে তৎপর পাক সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:17 PM Jun 10, 2019Updated: 12:20 PM Jun 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথেই হাঁটলেন ইমরান খান৷ সোমবার জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে, দেশবাসীকে যথাযথ কর জমা করার অনুরোধ করলেন পাক প্রধানমন্ত্রী৷ বার্তা দিলেন, আর্থিক ভাবে কাঙাল হয়ে যাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড় করাতে কর ফাঁকি দেওয়া বন্ধ করবে সরকার৷ যারা কর ফাকি দেবে, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে ইসলামাবাদ৷

Advertisement

[ আরও পড়ুন: ষড়যন্ত্রকারী সেনাকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভরতি পুকুরে ফেললেন কিম ]

এদিনের ভাষণে পাক নাগরিকদের সরকারের ‘অ্যাসেট ডিক্লেয়ারেশন স্কিমে’র আওতাভুক্ত হওয়ার আহবান জানান ইমরান খান৷ তাঁরা যাতে নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত সঠিক তথ্য সরকারের কাছে জমা করে, দেশবাসীর কাছে সেই অনুরোধ করেন তিনি৷ স্পষ্ট বার্তা দেন যে, আগামী দিনে বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার৷ কোনও মতেই বরদাস্ত করা হবে না কালোবাজারি৷এদিনের ভাষণে পাক প্রধানমন্ত্রী জানান, ‘‘পাকিস্তান এমন একটা দেশ, যাঁরা সেবামূলক খাতে বেশি টাকা দেয় কিন্তু কর কম নেয়৷ দেশের সমৃদ্ধির জন্য নিজেদের পরিবর্তন করা প্রয়োজন৷’’ আগামিকালই পাক সংসদে প্রথমবারের জন্য বাজেট পেশ করতে চলেছে ইমরান খানের সরকার৷ সূত্রের খবর, এই বাজেটে পাক নাগরিকদের উপর বাড়তি করের বোঝা চাপাতে পারে ইসলামাবাদ৷ কালো টাকা উদ্ধারে ও বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারে সরকার৷

[ আরও পড়ুন: ৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা ]

২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় এসে ঠিক এভাবেই করদাতাদের কর দেওয়ার বিষয়ে উৎসাহ দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এজন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে সরকার৷ জিএসটি প্রনয়ণ করা হয়েছে৷ কালো টাকার কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার নোটও বাতিল করেছে নয়াদিল্লি৷ যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে দেশে৷ সোমবার ইমরান খানের ভাষণ শুনে অনেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পদক্ষেপগুলিকেই মনে করিয়েছেন৷ তাঁদের মতে, এবার মোদির পদাঙ্কই অনুসরণ করলেন পাক প্রধানমন্ত্রী৷

The post মোদির পথেই হাঁটলেন ইমরান, কর ফাঁকি রুখতে তৎপর পাক সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement