shono
Advertisement

চাপের মুখে সুর বদল, মোদির কাছে একটা ‘সুযোগ’চাইলেন পাক প্রধানমন্ত্রী

শান্তিস্থাপনের আরজি ইমরান খানের৷ The post চাপের মুখে সুর বদল, মোদির কাছে একটা ‘সুযোগ’ চাইলেন পাক প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:21 PM Feb 25, 2019Updated: 09:35 AM Feb 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ভারতের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী৷ জানিয়েছিলেন, চুপ করে বসে থাকবেন না, আঘাতের পালটা প্রত্যাঘাত হবে৷ কিন্তু, চাপের মুখে পড়ে এবার সুর নরম করলেন সেই ইমরান খানই৷ অনুরোধের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বললেন, ‘শান্তি স্থাপনের একটা সুযোগ দিন৷’

Advertisement

[পাকিস্তানকে শেষ করে দেবে ভারত, ইমরানকে সাবধান করলেন মুশারফ ]

পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ে পাক মদতপুষ্ট জঙ্গির হামলার পর কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি সময়৷ এরপর কার্যত তলানিতে এসে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক৷ ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত৷ আন্তর্জাতিক মহলেও কোণঠাসা হয়ে পড়েছে ইসমালাবাদ৷ তুঙ্গে দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন৷ এর মধ্যেই রবিবার একটি বিবৃতি জারি করল পাক প্রধানমন্ত্রীর ইমরান খানের দপ্তর৷ বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী বললেন, ‘‘শান্তি স্থাপনের জন্য একটা সুযোগ দেওয়া হোক৷ পুলওয়ামার হামলার বিষয়ে ভারত যদি সামান্যতম প্রমাণও দিতে পারে তাহলেই পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে।’’ কয়েকদিন আগেই একটি জনসভা থেকে পাক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোঁড়েন মোদি৷ বলেন, ‘পাঠানের সন্তান হলে পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের সঙ্গে অন্যায় হতে দেবেন না ইমরান খান।’ রবিবার মোদির চ্যালেঞ্জেরই জবাব দেন পাক প্রধানমন্ত্রী৷

[আমেরিকার বিরুদ্ধে আইনি লড়াই, পর্দা সরিয়ে মহিলা রাষ্ট্রদূতেই ভরসা সৌদি প্রশাসনের]

প্রসঙ্গত, মুম্বই হামলা থেকে শুরু করে পাঠানকোট বা উরি৷ একের পর এক নাশকতার ক্ষেত্রে উঠে এসেছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম৷ প্রত্যেকবার পাকিস্তানের হাতে যথাযথ প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি৷ এমনকী, আন্তর্জাতিক মহলেও পেশ করা হয়েছে সেই সমস্ত প্রমাণ৷ কিন্তু দোষীদের শাস্তি দেওয়া তো দূরের কথা, প্রত্যেকবারই সন্ত্রাসবাদ ইস্যু এড়িয়ে গিয়েছে ইসলামাবাদ৷ তারা মানতেই চায়নি, ওই দেশের মাটি আসলে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷ সেখানে খেয়ে-পড়ে-বেঁচে থেকে পড়শি দেশে নাশকতার ছক কষছে মাসুদ আজহার, হাফিজ সইদরা৷ পুলওয়ামা কাণ্ডের পরও একই সুর শোনা যায় পাক প্রধানমন্ত্রীর গলাতে৷ এবারও জঙ্গি যোগের কথা অস্বীকার করেন তিনি৷ উলটে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ইমরান৷ জানান, ভারত হামলা করলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান৷ তাদের কাছে আর কোনও বিকল্প পথ খোলা থাকবে না৷ তারাও প্রত্যাঘাত করবে৷

The post চাপের মুখে সুর বদল, মোদির কাছে একটা ‘সুযোগ’ চাইলেন পাক প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement