shono
Advertisement

একরত্তি শিশুকে ১৮ বছর পর স্নাতক হতে দেখলেন প্রাণদায়ী দমকলকর্মী

জোসিবেল্ক আপন্তের বয়স এখন ২৩৷ চলতি সপ্তাহেই ইস্টার্ন কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকের পাঠ শেষ করেছেন৷ The post একরত্তি শিশুকে ১৮ বছর পর স্নাতক হতে দেখলেন প্রাণদায়ী দমকলকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM May 26, 2016Updated: 03:35 PM May 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৮ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বছরের শিশু জোসিবেল্ক আপন্তে পুড়ে মরতে বসেছিল৷ সেই সময় পিটার গেটজ নামে কর্তব্যরত এক দমকলকর্মী নিজের প্রাণ সংশয়ে ফেলে ওই শিশুটির প্রাণ বাঁচান৷ আগুনের লেলিহান গ্রাস থেকে ওই শিশুটিকে উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করে তাকে এক নতুন প্রাণ দান করেন পিটার৷ ওই আগুনেই পুড়ে মারা গিয়েছিলেন জোসিবেল্কের এক আত্মীয়৷ পিটারের এতটুকু ভুলচুক বা দেরি হলে প্রাণহানি হতে পারত শিশুটিরও৷ যদিও কৃতিত্বের দায় অস্বীকার করে পিটার সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটিকে বাঁচানো তাঁর কর্তব্যের মধ্যে পড়ে৷ তিনি ওই কাজের জন্যই প্রশিক্ষিত৷

Advertisement

জাম্পকাট টু ২০১৬!

জোসিবেল্ক আপন্তের বয়স এখন ২৩৷ চলতি সপ্তাহেই ইস্টার্ন কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকের পাঠ শেষ করেছেন৷ গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে আপন্তের গোটা পরিবারের পাশেই হাজির ছিলেন সেই পিটার গেটজ৷ সঙ্গে তাঁর পরিবার৷ আপন্তে তো মহাখুশি৷ বলছেন, “সেদিন পিটার না থাকলে আমি আজকের দিনটা দেখার জন্য বেঁচে থাকতাম না৷” পিটার এখন অবসর নিয়েছেন৷ মাথার চুল প্রায় সবকটাই সাদা৷ তাঁর বক্তব্য, “আমি আপন্তের জন্য গর্বিত৷ সেদিন মৃত্যুকে হারিয়ে দিয়েছিল একরত্তি মেয়েটা৷ আমারও ও প্রাণ যেতে পারত৷ সেদিন থেকেই ওর সঙ্গে আমার আত্মিক যোগাযোগ৷ ওর জীবনের এরকম একটা দিনে আমি উপস্থিত থাকব না- এটা হয় নাকি?”

The post একরত্তি শিশুকে ১৮ বছর পর স্নাতক হতে দেখলেন প্রাণদায়ী দমকলকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement