shono
Advertisement
Ratan Tata

সোনার হৃদয়! প্রিয় পোষ্য, রাঁধুনি, বাটলার সকলেরই নাম রয়েছে রতন টাটার উইলে

৮৬ বছরে প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পপতি।
Published By: Biswadip DeyPosted: 09:13 PM Oct 25, 2024Updated: 09:13 PM Oct 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৬ বছরে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। কেবল শিল্পপতিই নয়, সেবা ও দানধর্মে তাঁর মতো মানুষ ভূ-ভারতে বিরল। ফলে গোটা দেশেই তাঁর জনপ্রিয়তা ছিল প্রবল। যা মৃত্যুর পরে ফের একবার স্পষ্ট হয়েছে। এবার সামনে এল রতন টাটার উইল। আর সেই উইল আরও একবার প্রমাণ করে দিল কত বড় সোনার হৃদয় ছিল তাঁর।

Advertisement

উইলে নিজের ভাইবোনদের সম্পত্তির অংশ দিয়েছেন রতন টাটা। ভাই জিমি টাটা, দুই সৎ বোন শিরিন ও ডিয়ানা কাউকেই ভোলেননি তিনি। কিন্তু এরই সঙ্গে সেই উইলে উল্লিখিত নামগুলি থেকে পরিষ্কার হয়ে গিয়েছে, যাঁরা তাঁর দীর্ঘদিনের সঙ্গী তাঁদের ভোলেননি প্রবীণ মানুষটি। নিজের পরিচারককেও দিয়েছেন সম্পত্তির ভাগ।

কেবল মানুষ নয়, না-মানুষকেও সম্পতির অংশ দিয়ে গিয়েছেন টাটা। প্রিয় পোষ্য টিটোকেও ভোলেননি তিনি। প্রসঙ্গত, রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি। আর সেই সম্পত্তির একটি অংশ তিনি দিয়ে গিয়েছেন তাঁর ব্যক্তিগত রাঁধুনি রজন সাউকে। প্রায় তিরিশ বছর রতন টাটার বাড়িতে কাজ করতেন তিনি। এছাড়া নিজের বাটলার সুব্বাইয়া এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনু নাইডুকেও নিজের উইলের ভাগ দিয়ে গিয়েছেন কিংবদন্তি শিল্পপতি।

একই ভাবে উইলে রয়েছে জার্মান শেফার্ড টিটোর নামও। এই প্রিয় পোষ্যটি প্রায় ৬ বছর আগে তাঁর জীবনে এসেছিল। এর আগেও একই নামে একটি কুকুর ছিল তাঁর। সেটির মৃত্যুর পর নতুন করে কুকুর পোষেন তিনি। নাম রাখেন একই। এমনিতে এই না-মানুষদের প্রতি রতন টাটার অনুরাগের কথা কারও অজানা নয়। ২০২৩ সালে মুম্বইয়ে তিনি খোলেন দেশের প্রথম ছোট পশুদের হাসপাতাল। এর মধ্যে রয়েছে আইসিইউ, সিটি স্ক্যান, এক্স রে, এমআরআইয়ের সুবিধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৮৬ বছরে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। কেবল শিল্পপতিই নয়, সেবা ও দানধর্মে তাঁর মতো মানুষ ভূ-ভারতে বিরল।
  • ফলে গোটা দেশেই তাঁর জনপ্রিয়তা ছিল প্রবল। যা মৃত্যুর পরে ফের একবার স্পষ্ট হয়েছে। এবার সামনে এল রতন টাটার উইল।
  • আর সেই উইল আরও একবার প্রমাণ করে দিল কত বড় সোনার হৃদয় ছিল তাঁর।
Advertisement