shono
Advertisement

OMG! স্বাস্থ্যকেন্দ্র মৃত ঘোষণা করার পর ম্যাজিক, বৃদ্ধ বেঁচে উঠলেন মর্গে!

স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
Posted: 05:07 PM May 02, 2022Updated: 09:22 PM May 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ু হয়তো বলতেন ‘সাংহাইয়ে সাঙ্ঘাতিক কাণ্ড’। চিনের (China) ওই শহরে এক প্রবীণ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে একটি স্বাস্থ্যকেন্দ্র। এমনকী মর্গে পাঠিয়ে দেওয়া হয় দেহ। যদিও হাসপাতালের মর্গের কর্মীরা বুঝতে পারেন বৃদ্ধ দিব্য জীবিত। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সাংহাই (Shanghai) শহরে। স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, প্রবীণদের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। চিনের সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাংহাইয়ের একটি হাসপাতালের বাইরের দৃশ্য। দেখা যায় হাসপাতালের দুই কর্মীকে। যাঁদের সামনে রাখা রয়েছে একটি হলুদ ব্যাগে মোড়া দেহ। এই সময় সেখানে উপস্থিত অন্য এক ব্যক্তি হঠাৎই ওই হলুদ ব্যাগের চেন খোলার চেষ্টা করেন। এইসঙ্গে তিনি হাসপাতাল কর্মীদের কাছে দাবি করেন, ওই ব্যক্তি জীবিত।

[আরও পড়ুন: শিশুকে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, স্বামীকে মারধর, অন্ধ্রের ঘটনায় শিউড়ে উঠছেন সকলে]

চমকান হাসপাতালের কর্মীরা। কিন্তু ওই ব্যক্তি বারবার দাবি করায় ব্যাগের চেন খুলে পরীক্ষা করে দেখেন তাঁরা। মৃত বলে যাঁকে ভাবা হচ্ছিল তিনি জীবিত বুঝতে পেরেই দ্রুত চেন খুলে ফেলা হয়, যাতে করে শ্বাসকষ্ট না হয়। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এরপর প্রবীণদের ওই স্বাস্থ্য কেন্দ্রে হুইল চেয়ারে করে ফেরানো হচ্ছে বৃদ্ধকে।

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়ে সাংহাই শহরে। এমনিতেই কোভিডের কারণে লকডাউনের কড়কাড়ি নিয়ে শহরবাসী ক্ষুব্ধ স্থানীয় প্রশাসনের উপরে। তারপর এভাবে জীবিতকে মৃত বলে চালিয়ে দেওয়ার ঘটনায় আগুনে ঘি পড়েছে। এত বড় গাফিলতি কেন হল তা খতিয়ে দেখতে স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। 

[আরও পড়ুন: গ্যাংস্টারের বাড়ি তল্লাশিতে গিয়ে মিলল মেয়ের মৃতদেহ, পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রতিবেশীদের]

উল্লেখ্য, মার্চ মাস থেকে লকডাউন চলছে সাংহাইতে। যদিও করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সাংহাই, এমনটাই দাবি প্রশাসনের। দিন দশেক আগেই বিধিনিষেধ খানিকটা শিথিল করে ৪০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বেরবার অনুমতি দিয়েছে চিন (China)। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার নিরিখে দেশের সবচেয়ে বড় শহরটিতে আপাতত সংক্রমণে রাশ টানতে সক্ষম হয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার