জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: সাতসকালে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল উত্তর ২৪ পরগনার সুন্দরবনের (Sundarban) সামশেরনগরে। হলুদ ডোরাকাটার দেখা মিলতেই আতঙ্কে কাঁটা হয়ে যান স্থানীয়রা। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় দক্ষিণরায়কে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবনের সামশেরনগরের বাসিন্দারা লক্ষ্য করেন জঙ্গলের বাইরে নদীর চড়ে ঘোরাফেরা করছে দক্ষিণরায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। কারণ, নদী খুব বেশি চওড়া নয়। ফলে যে কোনও মুহূর্তে নদী পেরিয়ে বাঘটিj গ্রামে ঢুকে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছিল। হলুদ ডোরাকাটাকে জঙ্গলে ফেরাতে এক জায়গায় জড়ো হন গ্রামবাসীরা। লাঠি, বাঁশ দিয়ে ভয় দেখিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরান তাঁরা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। তবে ততক্ষণে নিজের ডেরায় ফিরে গিয়েছে ‘বাঘমামা’।
[আরও পড়ুন: ‘দিদি এবার যাবেই, বাংলায় পদ্ম চাষ হবে’, খড়গপুরের চা চক্র থেকে হুঙ্কার জেপি নাড্ডার]
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গলের তারের জাল কেটে কোনওভাবে বাঘটি বেরিয়েছে। কিন্তু ঠিক কোন জায়গা থেকে বেরিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, শীতের মরশুমে পর্যটকদের কাছে সব থেকে পছন্দের ডেস্টিনেশন সুন্দরবন। প্রতি শীতেই বাঘ দেখতে সেখানে ভিড় করেন বহু মানুষ। তবে সবসময় দক্ষিণরায়ের দেখা মেলে না। চলতি মরশুমে বহুবার পর্যটকদের দেখা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। জনবসতি এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।