shono
Advertisement

কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির

সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের রিপোর্টের পরই ফের সাহসী সিদ্ধান্ত নিতে চলেছেন মোদি৷ The post কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Feb 11, 2017Updated: 03:31 AM Feb 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোম্পানি আছে৷ কিন্তু ব্যবসাপত্তর নেই৷ অথচ আর্থিক লেনেদেনর প্রসঙ্গ এলেই সামনে চলে আসে সেগুলি৷ কালো টাকা রুখতে এবার এই ধরনের কোম্পানির ঝাঁপ বন্ধের উদ্যোগ নিচ্ছে কেন্দ্র৷

Advertisement

বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম তুললেন সুদর্শন

দেশে এই মুহূর্তে প্রায় ১৫ লক্ষ অনুমোদিত কোম্পানি আছে৷ কিন্তু তার মধ্যে মোটে ৬ লক্ষ কোম্পানি তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দেয়৷ অর্থাৎ বেশিরভাগ কোম্পানিই হয় তাদের হিসাব জমা দেয় না, নয় ভুয়ো৷ কাগজে কলমে কোম্পানির অস্তিত্ব থাকলেও, বাস্তবে তাতে কোনও কাজই হয় না৷ কিন্তু বিভিন্নরকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেই কোম্পানির নাম সামনে আসে৷ কালো টাকা রোখার বিভিন্ন উপায় নির্ধারণ করতে গোপনে সমীক্ষা চালানো হয়েছিল৷ সেখানেই এই ভুয়ো কোম্পানিগুলির কথা বেশি করে উঠে আসে৷ এগুলি বন্ধ করলে যে কালো টাকার রমরমা অনেকটাই কমবে, এরকমটাই জানানো হয়েছিল৷ ইতিমধ্যে কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছেন৷ জানা যাচ্ছে, এই ধরনের কোম্পানি মারফত অন্তত ৩৯০০ কোটি টাকা জমা পড়েছে৷ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের এই রিপোর্টের পরই ফের সাহসী সিদ্ধান্ত নিতে চলেছেন মোদি৷ বন্ধ হতে চলেছে এই ধরনের ভুয়ো কোম্পানিগুলো৷

স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হোক তেজ বাহাদুরকে, নির্দেশ আদালতের

ভুয়ো কোম্পানির কাজে লাগাম টানতে ও তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ যেটির নেতৃত্বে আছেন রেভিনিউ সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ারস সেক্রেটারি৷ প্রথমে এই কোম্পানি ও তাদের অধিকর্তাদের একটি ডেটাবেস তৈরি করা হবে৷ তারপরই একে একে কোম্পানিগুলি বন্ধ করা হবে বলে সূত্রের খবর৷

অর্থনীতির বিকাশের দ্রুততায় বিশ্বে সেরা ভারতই, চিন্তায় পাকিস্তান

The post কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement