সুব্রত বিশ্বাস: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টির অভিযোগ। মালদহের পর এবার নিউ জলপাইগুড়িতে। অভিযোগ, মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগে সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ফাটা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।
এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে (Maldah) ঢোকার মুখেই কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের আগেই C13 কোচের দরজার কাচ ভেঙে যায়। সোমবার বিকেলে মালদহের কুমারগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল পড়তেই রেল সুরক্ষা বাহিনীর (RPF) তরফে ঘটনা জানানো হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে। রেল প্রশাসনে রীতিমতো শোরগোল পড়ে যায়।
[আরও পড়ুন: ‘দিদির সুরক্ষা কবচ’ ঘোষণা হতেই বিজেপির ‘গ্রামে চলো’ কৌশল]
সেই ঘটনায় অপরাধী শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের ভিতরে কোনওরকম ঘটনা না ঘটায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে না বলে জানান পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব। তিনি বলেন, কয়েক বছরের রিপোর্ট ঘেঁটে বোলপুর, সাঁইথিয়া, আহমেদপুর ও চামাগ্রাম এলাকাকে চিহ্নিত করা হয়েছে পাথর ছোঁড়ার জন্য স্পর্শকাতর বলে। স্থানীয় থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি স্কুলগুলিতে ছাত্রদের সচেতনতার পাঠ দেওয়া হবে। যাতে তারাই সমাজকে এ বিষয়ে সচেতন করতে পারে।
[আরও পড়ুন: ইজরায়েলি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ‘অপরাধ’, মৃত্যুদণ্ড ইরানের সাহিত্যিককে]
ঘটনার পর টুইটে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র নিন্দা করে প্রশ্ন তুলে দিয়েছিলেন, এটা কি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, বাংলাকে বদনাম করার জন্য? সস্তার রাজনীতির কথাও বলেন তিনি। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা চালানোর ঘটনার তুলনা করেছেন কুণাল ঘোষ।