সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শেষ। ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। তবে বৃহস্পতিবার থেকে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিস্ফোরক বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তা বলা হয়েছে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আসলে বিশ্বজয়ের সুখের সময় নিয়ে আর বসে থাকতে রাজি নন ওয়ার্নার (David Warner)। বরং ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজকেই পাখির চোখ করতে চান। আর তাই ভারতের বিরুদ্ধে আপাতত খেলবেন না তিনি। এবারের কাপযুদ্ধে ১১টি ম্যাচ খেলে ৫৩৫ রান করেছেন ওয়ার্নার। যা অজিদের মধ্যে সর্বোচ্চ রান।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “সফলভাবে বিশ্বকাপ জেতার পরেই দেশে ফিরে আসবেন ডেভিড ওয়ার্নার।” আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অজিরা। এর পর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ওয়ার্নার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।
[আরও পড়ুন: কাপযুদ্ধ হেরে কোন ‘কাছের মানুষ’কে পাত্তা দিলেন না বিরাট? দেখুন ভাইরাল ভিডিও]
তবে সূর্যকুমার যাদব-ঋতুরাজ গায়কোয়াড়দের বিরুদ্ধে ওয়ার্নার না খেললেও, অজিদের বিশ্বজয়ী দলের সাত সদস্যকে আসন্ন সিরিজে দেখা যাবে। তাঁরা হলেন শন অ্যাবট, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। পাশাপাশি রিজার্ভ স্পিনার তনভীর সঙ্ঘাকেও দলে রাখা হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।