সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে রানের পাহাড় গড়লেও, আতসকাচের তলায় রয়েছে তাঁর টেস্ট কেরিয়ার। হ্যাঁ শুভমান গিলের (Shubman Gill) কথা বলা হচ্ছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে (IND vs ENG) রোহিত শর্মা (Rohit Sharma) দ্রুত ফিরে গেলে, ক্রিজে নেমেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ব্যাটার। শুরুটাও করেছিলেন আগ্রাসী মনোভাবে। কিন্তু শেষরক্ষা হল না। পাঁচটি চার মেরে ৪৬ বলে ৩৪ রানে ফিরলেন শুভমান। এবং সবচেয়ে অবাক করার বিষয় হল তাঁকে আরও একবার আউট করলেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। স্বভাবতই নিজের উইকেট ছুঁড়ে দেওয়ার জন্য ফের একবার সমালোচনার মুখে শুভমান।
২৮.৫ ওভারে বহু যুদ্ধের নায়ক অ্যান্ডারসনের সুইংয়ে ফের একবার পরাস্ত হন শুভমান। তাঁর বাইরে যাওয়া ডেলিভারিতে অহেতুক খোঁচা দিতেই বল চলে যায় বিপক্ষের উইকেটকিপার বেন ফোকসের হাতে। ফলে এই নিয়ে মোট সাত ইনিংসে পাঁচবার তাঁকে ফেরালেন অ্যান্ডারসন। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো সিনিয়রকে ছেঁটে শুভমানকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি তিনি সুবিচার করতে বারবার ব্যর্থ হয়েছেন।
[আরও পড়ুন: ছয় মেরে সেঞ্চুরি, বিশাখাপত্তনমে ‘যশস্বী’ জয়সওয়াল]
এদিন শুভমান ফের একবার আউট হতেই মাইক হাতে সঞ্জয় মঞ্জরেকর বলে ওঠেন, “শুভমান কি নিজের ব্যাটিং নিয়ে আদৌ চিন্তিত? লাগাতার ব্যর্থতা কি ওর মনে আদৌ কোনও প্রভাব ফেলছে? আমার ধারণা টেস্টে সাফল্য পেতে হলে, ধারাবাহিকভাবে রান করতে হলে শুভমানকে একইসঙ্গে পেস ও স্পিন বোলিংকে ভালোভাবে খেলতে হবে।”
গত ১২টি ইনিংসে কোনও অর্ধ শতরান নেই। শেষ শতরান এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে। সেই ম্যাচে শুভমান ১২৮ রান করেছিলেন। এর পর থেকে লাল বলের ক্রিকেটে রানের খরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করার পর, দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি। ছুঁড়ে এসেছিলেন নিজের উইকেট। আর তাই একাধিক প্রাক্তন মনে করেন, শুভমান যতই প্রতিভাবান হোন, বিরাট কোহলি (Virat Kohli) তৃতীয় টেস্টের দলে ফিরলে, সবার আগে শুভমানের ঘাড়েই কোপ পড়তে পারে।
সাদা বলের ক্রিকেটে দারুণ সফল শুভমানের টেস্ট পারফরম্যান্স কিন্তু টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে। আপাতত ২২টি টেস্টের ৪০টি ইনিংসে তাঁর রান ১০৯৭। গড় ২৯.৬৪। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ৪টি অর্ধ শতরান। এহেন শুভমান কি আগামীদিনে বাইশ গজের যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবেন? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।