সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্টে নয়া ইতিহাস গড়ল পাকিস্তান (Pakistan)। প্রথম ইনিংসে ফলো-অন করেও দ্বিতীয় ইনিংসে লড়ছে পাক-ব্যাটাররা। তার মধ্যেই নতুন নজির গড়ল বাবর আজম ও শান মাসুদের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনের ২৫৯ রানের সৌজন্যে ৬১৫ রান তোলে প্রোটিয়ারা। সেঞ্চুরি করে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। কিন্তু ব্যাট করতে নেমে বিপর্যয়ের শিকার হয় পাকিস্তান। ১৯৪ রানে গুঁটিয়ে যায় বাবরদের ইনিংস। যদিও দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। বাবর ও শান মাসুদের ব্যাটিংয়ে নয়া রেকর্ড গড়ল পাকিস্তান।
ওপেনিং জুটিতে তাঁরা তোলেন ২০৫ রান। ফলো-অন করার পর কোনও দলের ওপেনিং জুটিতে এত রান এর আগে ওঠেনি। বাবর ৮১ রানে ফিরে গেলেও লড়াই জারি ছিল শান মাসুদের। পাক অধিনায়ক পরে সেঞ্চুরিও করেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম কোনও পাকিস্তান অধিনায়ক সেঞ্চুরি করলেন।
এর আগে ১৯৯৫ সালে জোহানেসবার্গে ৯৯ রানে ফিরেছিলেন সেলিম মালিক। আরেক পাক অধিনায়ক ইনজামাম-উল-হক ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯২ রানে আউট হয়েছিলেন। একই সঙ্গে পাকিস্তানকে ফলো অন করিয়ে নতুন রেকর্ড করলেন বাভুমারাও। একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুটি ফলো অন করাল তাঁরা। পাকিস্তানের আগে প্রোটিয়ারা বাংলাদেশকেও ফলো অন করিয়েছিল।