shono
Advertisement
IND vs ENG

ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন কেন 'আঁধার' বরাবাটি স্টেডিয়ামে? মুখ খুলল ওড়িশা ক্রিকেট সংস্থা

বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রায় ৩৫ মিনিট ম্যাচ বন্ধ ছিল।
Published By: Arpan DasPosted: 03:12 PM Feb 10, 2025Updated: 03:12 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কটকের বরাবাটি স্টেডিয়ামে আচমকাই আঁধার নেমে আসে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন। সেই সঙ্গে 'মুখ পুড়েছে' ওড়িশা ক্রিকেট সংস্থার। শোকজ নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মুখ খুলল ক্রিকেট সংস্থা। কী সাফাই দিলেন ওসিএ-র সচিব সঞ্জয় বেহেরা?

Advertisement

ম্যাচ চলাকালীন কটকের বরাবাটি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে ওঠে। কিন্তু ফের তা নিভে যায়। স্বাভাবিকভাবেই বিরক্ত হন রোহিত। যে কারণে ম্যাচ সাময়িক বন্ধ রাখা হয়। ইংল্যান্ডের ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারে তখন ভারতের রান ৪৮। ব্যাট করছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল।

গোটা ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। স্টেডিয়ামে তখন উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও ক্রীড়া মন্ত্রী সূর্যবংশী সুরয। তাঁদের সামনেই যত বিপত্তি। তড়িঘড়ি রাজ্য ক্রিকেট সংস্থাকে শোকজও ধরিয়ে দিয়েছে ওড়িশা সরকার। সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য, "একটি জেনারেটর আচমকাই খারাপ হয়ে যায়। আমরা চাইছিলাম যত দ্রুত সম্ভব আরেকটি জেনারেটর চালু করতে। কিন্তু সেটা করতে গিয়ে কিছুটা দেরি হয়ে যায়। কারণ ওই টাওয়ার আর দ্বিতীয় জেনারেটরের মধ্যে প্লেয়ারদের গাড়ি দাঁড়িয়েছিল।"

এই ঘটনার জন্য প্রায় ৩৫ মিনিট ম্যাচ বন্ধ ছিল। এই নিয়ে ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, “ফ্লাডলাইটে কেন সমস্যা হল, তার ব্যাখ্যা চেয়েছি। ক্রিকেট সংস্থা সমস্ত ব্যবস্থা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।” তাছাড়া শোকজ করে জানতে হয়েছে কোন সংস্থা বা কারা এই ঘটনার জন্য দায়ী। ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কটকের বরাবাটি স্টেডিয়ামে আচমকাই আঁধার নেমে আসে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন।
  • সেই সঙ্গে 'মুখ পুড়েছে' ওড়িশা ক্রিকেট সংস্থার।
  • শোকজ নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মুখ খুলল ক্রিকেট সংস্থা।
Advertisement