সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের আগে পর্যন্ত রোহিত শর্মার অফ ফর্ম নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। এবার অবসর নিক ভারত অধিনায়ক, এমন দাবিও বারবার শোনা গিয়েছে। আপাতত সমালোচকদের মুখ বন্ধ। বিধ্বংসী সেঞ্চুরিতে যোগ্য জবাব দিয়েছেন রোহিত। কিন্তু তারপরও নির্লিপ্ত। পরিষ্কার জানাচ্ছেন, এটা তো প্রত্যেকদিনের কাজ।
বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে রোহিত জানাচ্ছেন তাঁর কামব্যাকের মন্ত্রের কথা। তাঁর বক্তব্য, "একজন যখন এত বছর ধরে খেলছে আর এত রান করেছে, তার একটা গুরুত্ব তো আছেই। বহু দিন ধরে ক্রিকেট খেলছি। আমি জানি আমাকে কী করতে হবে। আজ আমি যেটা করেছি, সেটাই এতদিন ধরে করে এসেছি। দুয়েকটা ইনিংসে কী ঘটেছে, তাতে আমার মানসিকতা বদলাবে না। আমি নিজের কাজ করেছি। প্রত্যেকদিন যেরকম করি।"
শেষ পর্যন্ত ৯০ বলে ১১৯ রানে থামে রোহিতের ইনিংস। মেরেছেন ১২টি চার ও ৭টি ছয়। ৩২টি সেঞ্চুরি হয়ে গেল হিটম্যানের। তবে রান পাননি বিরাট কোহলি। রোহিতের কথায় আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন সতীর্থ ব্যাটারও। ভারত অধিনায়ক বলছেন, "আমাদের শুধু নিজের কাজ করে যেতে হবে। নিজের সেরাটা দিতে হবে। সেটাই আসল কাজ। কখনও সেটা হবে, কখনও সেটা হবে না। কিন্তু যতক্ষণ নিজের কাছে পরিষ্কার থাকবে যে আমি কী করতে চাই, ততক্ষণ অন্য কিছুর গুরুত্ব নেই। কীভাবে রান করতে হবে, সেই মানসিকতায় ফিরে যাওয়া প্রয়োজন। কথাটা শুনতে সহজ, কিন্তু কাজটা কঠিন। আমি শুধু চেয়েছি, ম্যাচটা উপভোগ করতে। ক্রিকেট তো সেই জন্য খেলি।"
সেঞ্চুরির পর কোনও বাড়তি উচ্ছ্বাস করেননি। হেলমেটও খোলেননি। জানেন, এখনও কাজ শেষ হয়নি। আর তাছাড়া নিজেই তো বলছেন, এটা তাঁর রোজকার কাজ। তার জন্য আবার উচ্ছ্বাসই বা কীসের? সেটাই যেন মনে করিয়ে দিলেন রোহিত।
